তা কী রয়েছে এই টিজারে ৷ বাহুবলিকে কাত করে দেওয়ার মতো গ্রাফিক্স দেখতে পাওয়া যাবে এই টিজারে ৷ ছবিতে মহেশবাবুর চরিত্রটি গোয়েন্দার ৷ ছবিতে সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য লড়াই করবেন মহেশবাবু ৷ তবে গল্পের চেয়েও, ছবির গ্রাফিক্সই এই ছবির আসল আকর্ষণ ৷ জানা গিয়েছে, দেশি-বিদেশি গ্রফিক্স ডিজাইনারদের দিয়ে তৈরি করা হয়েছে এই ছবির গ্রাফিক্স !
advertisement
ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর ৷ দেখুন এই ছবির টিজার ৷
Location :
First Published :
June 04, 2017 4:23 PM IST