মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলের পক্ষ থেকে বাদশাকে সোমবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে৷ সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গেছে, বাদশার পাশাপাশি বলিউডের আরও ৪০ জন তারকাকে ফেয়ারপ্লে অনলাইন অ্যাপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । অনলাইন অ্যাপ ফেয়ারপ্লে-তে আইপিএল দেখার জন্য প্রোমোশন করার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে৷ ফেয়ারপ্লে নামের ওই অনলাইন গেমিং অ্যাপের সঙ্গে কী যোগ রয়েছে সেই বিষয়ে জানতেই ৪০ জন তারকাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।
advertisement
আইপিএল-এর স্ট্রিমিংয়ের জন্য ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট’ রয়েছে ভায়াকম ১৮-এর কাছে। অভিযোগ উঠেছে এই ম্যাচটি ফেয়ারপ্লে-তে বেআইনিভাবে স্ট্রিম হচ্ছিল৷ এখানেই শেষ নয়, ফেয়ারপ্লে-তে আইপিএল দেখার জন্য একাধিক অভিনেতা প্রোমোশনও করেছেন বলে অভিযোগ উঠেছে৷
আরও পড়ুন- অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর ‘রান্নাঘর’-খ্যাত অভিনেত্রী
উল্লেখ্য, ফেয়ারপ্লে অ্যাপ মহাদেব অ্যাপের সঙ্গে সম্পর্কিত৷ এর আগে আর্থিক তছরুপের মামলায় ইডি-র স্ক্যানারে রয়েছে মহাদেব বেটিং অ্যাপ৷ একাধিক তারকাদেরও মহাদেব বেটিং অ্যাপের ঘটনায় তলব করেছে ইডি৷ তালিকায় রয়েছেন, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, সহ আরও অনেকে৷ এবার বাদশাকে নিয়ে বিরাট শোরগোল শুরু হয়েছে বি-টাউনে৷