কৌশিক গাঙ্গুলী এবং চূর্ণী গাঙ্গুলীর প্রথমবার একসঙ্গে কাজ। সঙ্গে রয়েছে আরেক যুগল বনি-কৌশানি, যারাও বাস্তবে একে অপরের সঙ্গে বহুবছর 'ডেটিং' করছেন। কিছুখান এন্টারটেইনমেন্ট এবং অমৃতা দে তাদের তৃতীয় বাংলা ফিচার সিনেমা 'শুভ বিজয়া'।
advertisement
আরও পড়ুন : রবীন্দ্রনাথের গানে রূপঙ্কর! সাবিত্রীর হাত ধরে পর্দায় ফিরছেন 'কাদম্বরী'
'শুভ বিজয়া' উত্তর কলকাতার একটি যৌথ পরিবারের একটি মর্মস্পর্শী গল্প। সময়ের সঙ্গে সঙ্গে, বর্ধিত পরিবার আরও বেশি করে ভেঙে যেতে শুরু করে। এরপর একটি ঘটনা বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের ঘরে ফিরিয়ে আনতে বাধ্য করে। সম্পর্কগুলো জমে যেতে থাকে। শেষে যা ঘটে তা দেখতে হলে সিনেমাটি দেখতে হবে।
আরও পড়ুন : পুজোর সকাল থেকে রাত, শাড়ির খোঁজে চলে আসুন 'বাঁশি'তে
এই সিনেমায় প্রথম দর্শকরা বনি ও কৌশানীর পাওয়ার প্যাকড জুটিকে ভিন্ন অবতারে দেখতে পাবেন। তাদের আগের সিনেমার মতো এই ছবিতে বিবাহিত দম্পতির ভূমিকায় দেখা যাবে। রিয়েল লাইফ জুটি কৌশিক গাঙ্গুলী এবং চূর্ণী গাঙ্গুলিকে রিল দম্পতি হিসাবে দেখা যাবে প্রথমবারের মতো বড় পর্দায়। ছবিটি পরিচালনা করবেন রোহন সেন যার শেষ ছবি অপরাজিতা মুক্তি পেয়েছে এ বছর।