TRENDING:

Madhumita Sarcar: চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস! শান্তির খোঁজে মধুমিতা, কার উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা?

Last Updated:

Madhumita Sarcar: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন টলি নায়িকা৷ পাহাড়ের কোলে মধুমিতার এই ভিডিও দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মধুমিতা সরকার আবারও শিরোনামে উঠে এসেছেন৷ কিছুদিন আগেই লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে ফ্রেশ অক্সিজেন নিতে নিজের প্রিয় জায়গায় গেছিলেন নায়িকা৷ কুয়াশায় ঢাকা পাহাড়ের কোলে ছুটি কাটাতে গেছিলেন মধুমিতা৷ শহরের কোলাহল ছেড়ে নিভৃতে পাহাড়ে সময় কাটিয়ে ফিরে এসেছেন অভিনেত্রী৷ তবে এখনও তার মন পড়ে রয়েছে পাহাড়ে৷
চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস! শান্তির খোঁজে মধুমিতা, কার উদ্দেশ্যে দিলেন বার্তা
চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস! শান্তির খোঁজে মধুমিতা, কার উদ্দেশ্যে দিলেন বার্তা
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন টলি নায়িকা৷ ভিডিওতে দেখা যাচ্ছে, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে৷ তার মাঝেই গাছের তলায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে পাহাড়ের মায়াবী পরিবেশ উপভোগ করছেন৷ চোখ খুলেই দীর্ঘ নিঃশ্বাস, তারপরই হেঁটে চলেছেন রাস্তা ধরে৷ এই ভিডিও পোস্ট করে সঙ্গে একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী৷

advertisement

আরও পড়ুন-২৫০ টাকা দিয়ে কেরিয়ার শুরু, এখন ছবিতে মুখ দেখালেই আয় কোটি কোটি টাকা, কে এই অভিনেতা?

আরও পড়ুন-সামান্থার পরিবারে এল নতুন সদস্য, ছবি ভাইরাল হতেই শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়

পাহাড়ের কোলে মধুমিতার এই ভিডিও দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ ৷ ডেনিম জিন্স, গোলাপি রঙের টপ এবং সাদা রঙের লং জ্যাকেট, গলায় রুদ্রাক্ষের মালা পরে নজর কেড়েছেন নায়িকা৷ ভালবাসায় মোড়া পাহাড়ের কোল থেকে ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন- আমি ধ্যান করছিলাম৷ তবে ভাবতেও পারিনি মুহূর্তগুলো এভাবে ফ্রেমবন্দি হবে৷ ধ্যান করতে গেলে নির্দিষ্ট একটি ভঙ্গিমাতেই করতে হবে, তাতে আমি বিশ্বাসী নই৷ আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা ভীষণ জরুরি৷ রক কনসার্টে গিয়েও ধ্যান করা সম্ভব৷ কিন্তু সবার আগে নিজেকে খোঁজার চেষ্টা করুন তারপর শান্তি খুঁজবেন৷ মুহূর্তের মধ্যে মধুমিতার এই পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ আপাতত অভিনেত্রীর আপকামিং সিনেমা চিনি ২ সামনেই মুক্তি পেতে চলেছে৷ তারই অপেক্ষায় রয়েছেন নায়িকা৷ নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালবাসেন মধুমিতা সরকার৷ একাধিক চরিত্রে অভিনয় করে নিজের জায়গা করে নিয়েছেন নায়িকা৷ তবে তাঁর অভিনীত এত চরিত্রের মধ্যে পাখি চরিত্রটি এখনও সকলের মনে রয়ে গেছে৷ আবার পাখিকে দেখছেন দর্শক৷ কারণ আবার স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে মধুমিতা ও যশ দাশগুপ্তের জনপ্রিয় সিরিয়াল বোঝে না সে বোঝে না৷ এই ধারাবাহিকেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন মধুমিতা সরকার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhumita Sarcar: চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস! শান্তির খোঁজে মধুমিতা, কার উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল