TRENDING:

Madhubani Goswami: তারকা বলেই আমার বেবিবাম্প নিয়ে এত চর্চা! ফের মা হওয়ার রটনা নিয়ে জবাব মধুবনীর

Last Updated:

Madhubani Goswami: অতীতেও মধুবনীর অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যা গুঞ্জন ছড়িয়েছিল। এ বিষয়ে নিউজ18 বাংলাকে কী বললেন অভিনেত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিন কয়েক আগের কথা। ইনস্টাগ্রামে বেবিবাম্পের ছবি দিয়েছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। তার পরেই নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে তাঁর দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। শুরু হয় কটাক্ষ, ট্রোলিং। এত তাড়াতাড়ি ফের মা হচ্ছেন অভিনেত্রী? প্রশ্ন তোলেন অনেকেই। কেউ কেউ আবার ছুড়ে দেন রকমারি কটূক্তি।
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ মধুবনী
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ মধুবনী
advertisement

পুরো বিষয়টি মধুবনীর অজানা নয়। অতীতেও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার মিথ্যা গুঞ্জন ছড়িয়েছিল। এ বিষয়ে নিউজ18 বাংলাকে অভিনেত্রী বলেন, "আমি আর রাজা ভীষন পজিটিভ মানুষ। তাই এ ধরনের রটনা নিয়ে আমরা বিশেষ ভাবি না। আর এই পুরো বিষয়টিকে আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েই দেখি। আজ আমি তারকা বলেই আমার বেবিবাম্পের ছবি নিয়ে এত চর্চা।"

advertisement

আরও পড়ুন: দেখা হলে আমি আমার মেয়েকে জড়িয়ে ধরব, প্রেরণা প্রসঙ্গে অকপট প্রসেনজিৎ

আরও পড়ুন: বছরের প্রথম দিনে প্রসেনজিতের পরিবারে নতুন সদস্য! খুদেকে ভালবাসায় ভরালেন নায়ক

২০২১ সালে পুত্রসন্তানের মা হন মধুবনী। অন্তঃসত্ত্বা থাকাকালীন বিশেষ কিছু মুহূর্তকে লেন্সবন্দি করে রেখেছিলেন অভিনেত্রী। অনুরাগীদের সঙ্গে সেই ছবিগুলিই নেটমাধ্যমে ভাগ করে নেন তিনি। মধুবনীর কথায়, "মা হওয়া খুব সৌভাগ্যের বিষয়। ধরে নেওয়া যাক, একজন মহিলা দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হয়েছেন। তাতে তো কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপাতত ছেলে কেশবকে নিয়ে ব্যস্ত মধুবনী। সে বড় হওয়া না হওয়া পর্যন্ত পর্দায় ফিরবেন না অভিনেত্রী। তাঁর কথায়, "আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। তাই ওর সঙ্গে আমাকে থাকতে হবে। দর্শকরা আমাকে পর্দায় দেখেছেন। তাতেই আমাকে না দেখতে পেয়ে ওঁরা এত মিস করেন। তা হলে যার সঙ্গে আমার নাড়ির টান, তার থেকে দূরে থাকলে কী হবে ভাবুন! আমি অভিনয়ে আবার ফিরব। কারণ কাজটাকে আমি ভালবাসি। কিন্তু তার জন্য অনেকটা সময় লাগবে।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami: তারকা বলেই আমার বেবিবাম্প নিয়ে এত চর্চা! ফের মা হওয়ার রটনা নিয়ে জবাব মধুবনীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল