TRENDING:

Madhubani Goswami : বধূবরণের পর শ্বশুরবাড়ির ঠাকুরঘরে নতুন বউ মধুবনী, অভিনেত্রীর পোস্টে উচ্ছ্বসিত নেটিজেনরা

Last Updated:

সালঙ্কারা কনেবেশে মধুবনী (Madhubani Goswami) ৷ পাশে নববিবাহিত বর রাজা (Raja Goswami) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সালঙ্কারা কনেবেশে মধুবনী (Madhubani Goswami) ৷ পাশে নববিবাহিত বর রাজা (Raja Goswami) ৷ দু’জনে হাতজোর করে বসে ইষ্টদেবতার সামনে ৷ বাড়ির ঠাকুরঘরের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী মধুবনী ৷ ছবি দেখে বোঝা যাচ্ছে, বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে এসে ঠাকুরঘরে প্রণাম করে আশীর্বাদ নিতে এসেছেন তিনি ৷ পুরনো সেই ছবি শেয়ার করেছেন তিনি ৷
advertisement

ব্যক্তিগত জীবনের নানা পরিসর ফেসবুকে শেয়ার করেন অভিনেত্রী ৷ স্বামীর সঙ্গে খুনসুটি, সদ্যোজাত ছেলেকে ঘুম পাড়ানোই হোক বা নিজের বিউটি পার্লার, মধুবনীর প্রোফাইল মানেই নিত্যনতুন আপডেট ৷ বাংলা বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ মধুবনী এখন ব্যস্ত মা ৷ দিনভর কাটে ছেলে কেশবকে নিয়েই ৷ মাতৃত্ব উপভোগ করছেন তিনি ৷ জানিয়েছেন অতীতের তোড়া ৷ এখনই কাজে ফেরার কোনও ইচ্ছে নেই ৷ পুরো সময়টাই দিতে চান সন্তানকে ৷ ছেলের সব কাজ নিজের হাতে করেন ৷ কোভিড পরিস্থিতিতে কোনও আয়া রাখেননি ৷ পরিস্থিতি স্বাভাবিক না হলে করবেন না ছেলের অন্নপ্রাশনও ৷

advertisement

তাঁকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন রাজা ৷ সে জন্য স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মধুবনী ৷ বন্ধু তথা প্রেমিক রাজাকে ২০১৭ সালে বিয়ে করেন মধুবনী ৷ তাঁদের আলাপ আরও ৭ বছর আগে, ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে অভিনয়সূত্রে ৷ বিয়ের পরও মধুবনী অভিনয় করেছেন ৷ কিন্তু মা হওয়ার পর এখন তাঁর জীবনের ভরকেন্দ্র, পুত্র কেশব ৷

advertisement

কিছুদিন আগেই তাঁকে বধূবরণ করছেন শাশুড়ি, সেই ছবি শেয়ার করেছিলেন মধুবনী ৷ পোস্ট করেছিলেন বৌভাতের সন্ধ্যায় রিসেপশনের ছবিও ৷ তাঁর সেই পোস্ট এবং অন্যান্য পোস্ট ঘিরে তুঙ্গে নেটিজেনদের উচ্ছ্বাস ৷

নেটিজেনদের ভালবাসা থেকে বাদ যায়নি ঠাকুরঘরের ছবিটিও ৷ মন্তব্য বাক্সে অনেকেই নিজেদের ঠাকুরঘরের ছবি শেয়ার করেছেন ৷ কোনও নেটিজেন বলেছেন, রাজা-মধুবনীর মতো বাকি তারকাদেরও উচিত বাঙালিয়ানা অনুসরণ করে চলা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করলেও একটি দিকে কিন্তু মধুবনী দৃঢ়৷ কিছুতেই ছেলে কেশবের মুখের ছবি শেয়ার করবেন না তিনি ৷ কারণ তিনি চান না এখনও থেকেই ছেলের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ুক ৷ জানিয়েছেন, এটা তাঁর ও রাজার সম্মিলিত সিদ্ধান্ত ৷ নেটিজেনদের হাজারো অনুরোধ আর্জিতেও তাঁদের সেই সিদ্ধান্ত পরিবর্তন করেননি মধুবনী ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami : বধূবরণের পর শ্বশুরবাড়ির ঠাকুরঘরে নতুন বউ মধুবনী, অভিনেত্রীর পোস্টে উচ্ছ্বসিত নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল