TRENDING:

Madhabilata: আসছে মাধবীলতা, অ্যাকশন-রোম্যান্সে ভরা এই ধারাবাহিক চমক দিতে তৈরি

Last Updated:

২২ অগাস্ট, সোমবার থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক ৷ যেখানে অভিনেত্রীকে ‘দুষ্টু লোক’দের সঙ্গে মারামারি করতেও দেখা যাবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এত মিষ্টি দেখতে একটি মেয়ে ৷ সে কী না অ্যাকশন সিক্যুয়েন্সে ! নতুন ধারাবাহিকের প্রোমো দেখে যে কেউ চমকে উঠেছিল ৷ তবে অভিনয়ে চ্যালেঞ্জ না থাকলে আর তাতে মজা কই ৷ শ্রাবণী ভুইয়াঁ ৷ ২০১৬ সালে ‘রাখি বন্ধন’ দিয়েই টেলিভিশনের দুনিয়ায় অভিষেক ঘটেছিল তাঁর ৷ এবার স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’-এ দেখা যাবে তাঁকে ৷ ২২ অগাস্ট, সোমবার থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক ৷ যেখানে অভিনেত্রীকে ‘দুষ্টু লোক’দের সঙ্গে মারামারি করতেও দেখা যাবে ৷
Shrabani Bhunia and Sushmit Mukherjee
Shrabani Bhunia and Sushmit Mukherjee
advertisement

শ্রাবণী যে অত্যন্ত দক্ষ অভিনেত্রী, তা এই সিরিয়ালের বেশ কিছু ঝলক দেখলেই বোঝা যাচ্ছে ৷ অনেক অল্প বয়সেই অভিনেত্রী হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছেন রাখি খ্যাত এই অভিনেত্রী ৷ এবার জঙ্গলের রক্ষক মাধবীলতার চরিত্রে দেখা যাবে শ্রাবণীকে ৷ অভিনেত্রী নিজে News18 Bangla-কে জানান, এই চরিত্রটা তাঁর কাছে স্বপ্নের মতো ৷ ছোটবেলার থেকেই গাছ ভালবাসেন তিনি ৷ বাড়িতে গাছের পরিচর্যা করেন নিয়মিত ৷ আর তাঁকে দেখতে খুব শান্ত বলে মনে হলেও তিনি কিন্তু গাছে চড়া থেকে শুরু করে আরও নানারকম কঠিন কাজ অনায়াসে করতে পারেন ৷

advertisement

আরও পড়ুন-সাংঘাতিক দৃশ্য! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটি চার তলা বাড়ি, ভিডিও ভাইরাল

গত প্রায় দু’মাস ধরে পুরুলিয়ার বেশ কিছু অসাধারণ জায়গায় শ্যুটিং হয়েছে ধারাবাহিকের ৷ ওই অঞ্চলে শ্যুটিং করাটা একেবারেই সহজ কাজ নয় ৷ কিন্তু পরিচালক স্নেহাশিস চক্রবর্তী সেই কঠিন চ্যালেঞ্জটাই নিয়ে ফেলেছেন ৷ উদ্দেশ্য একটাই, দর্শকদের নতুন কিছু উপহার দেওয়া ৷ কারণ বাংলা ধারাবাহিকের একঘেয়ামি অনেকেরই আর পছন্দ হচ্ছে না ৷ তাই পরিচালক এবং সিরিয়ালের কলাকুশলীদের কথায়, ‘‘এবার সত্যি নতুন কিছু ভাবনা নিয়ে এই ধারাবাহিক বানাচ্ছি আমরা ৷ সেটা দর্শকদের ভাল লাগতে পারে, আবার নাও পারে ৷ কিন্তু ধারাবাহিকটি সোমবার থেকে দেখা অবশ্যই শুরু করুন ৷ জানান আপনাদের মতামত ৷’’

advertisement

মাধবীলতা গাছ ভালবাসে ৷ গাছের জন্য নিজের প্রাণও দিতে পারে সে ৷ জঙ্গলে অবৈধভাবে গাছ কাটা বন্ধ করতে সব কিছুই করতে পারে মাধবীলতা ৷ পরিচালক জানান, এই চরিত্র আদতে একজন ‘রিয়াল ক্যারেকটার’ ৷ কারণ বহু বছর আগে জঙ্গলে বেড়াতে গিয়ে এমনই একজন মেয়ের সঙ্গে দেখা হয়েছিল তাঁর ৷ যা থেকে অনুপ্রাণিত হয়েই এই মাধবীলতা চরিত্রের কথা ভাবা ৷ আর এই ধারাবাহিকের অধিকাংশই আউটডোর শ্যুটিং ৷ তাও পুরুলিয়ার বিভিন্ন জঙ্গল এবং বেশ কিছু সুন্দর লোকেশনে ৷ যা অবশ্যই দর্শকদের মনে ধরবে ৷ আর রয়েছে বেশ কিছু সুন্দর গানও ৷

advertisement

মাধবীলতার চরিত্রে শ্রাবণী এতটাই ডুবে গিয়েছেন, যে জঙ্গলমহল অঞ্চলের স্থানীয় ভাষাও রপ্ত করে ফেলেছেন তিনি ৷ কারণ ওই ভাষায় সবসময়ে কথা বলাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ পরিচালকের কথায়, শ্যুটিংয়ের দিনগুলোতে রাত তিনটের সময় উঠেও নিজের সংলাপ আউড়ে গিয়েছেন শ্রাবণী ৷ ওঁর মতো এত পরিশ্রমী অভিনেত্রী বাংলা সিরিয়ালে আগে দেখেননি তিনি ৷

advertisement

আরও পড়ুন- পুরনো হয়ে গিয়েছে ঝাঁটা! বাতিল করার আগে সাবধান, পরিবারে নেমে আসতে পারে বিপর্যয়

সিরিয়ালের নায়ক ‘সবুজ’ সুস্মিত মুখোপাধ্যায় ৷ তাঁকে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে ৷ সুস্মিতের কথায়, তিনি নিজে ছবি তোলার বিষয়ে খুব বেশি দক্ষ না হলেও এই সিরিয়ালে অভিনয় করতে গিয়ে অনেক কিছু শিখেছেন এবং শিখছেনও ৷ তাঁর সবচেয়ে ভাল লাগছে শ্যুটিংয়ের জন্য বেশ কিছু সুন্দর জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে ৷ কারণ ট্রাভেলিংই সুস্মিতের অন্যতম শখ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

২২ অগাস্ট থেকে সোম-শুক্র প্রতিদিন রাত ৮.৩০ টায় স্টার জলসায় দেখা যাবে এই ধারাবাহিক ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhabilata: আসছে মাধবীলতা, অ্যাকশন-রোম্যান্সে ভরা এই ধারাবাহিক চমক দিতে তৈরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল