সেই গানের প্রচারে আরও এক মাত্রা যোগ করার জন্য এ বার বর্তমানের সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বের উপস্থিতি!
আরও পড়ুন: শেষ দিন জেলে তুমুল নাচ! কেমন ছিল সুশান্ত-প্রেমিকা রিয়ার বন্দিদশা, সামনে এল তথ্য
আরও পড়ুন: এই এক কারণেই অমিতাভে রেখা ফিদা! বিবাহিত হওয়াতেও প্রেমের ভাঁটা পড়েনি সুন্দরীর, আগুন মন পুড়িয়েছে
advertisement
অভিনব পদ্ধতিতে শিশুদের গানকে আরও মজাদার করে তুলল উইন্ডোজ প্রোডাকশনস। নতুন এই রিলে দেখা গেল, নাতির সঙ্গে হেঁটে আসছেন তৃণমূল নেতা। মদনের পরনে ধূতি, পাঞ্জাবী। বুবাবা সেজেছে টিশার্ট, জিনস। মদনের চোখে পাঞ্জাবীর রঙের সঙ্গে মিলিয়ে রোদচশমা।
'নো চাপ' গানের সঙ্গে ঠোঁট মেলালেন দাদু-নাতির জুটি। আর বললেন, ভিডিওর শুরুতে মদনের ভয়েস ওভারে শোনা গেল, 'আমি মদন মিত্র, আমার পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক হামি, ও লাভলি!' সঙ্গে আবার 'ফ্লাইয়িং হামি'ও দিলেন তিনি। রিল পোস্ট করে মদন লিখলেন, 'চাপ নিয়ে আর নেই কোনও লাভ, তাই চলো সবাই মিলে বলে উঠি নো চাপ... ও লাভলি! নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও উইন্ডোজকে হামির জন্য অনেক শুভেচ্ছা।'
বোধিসত্ত্ব বিশ্বাস ওরফে ‘ভুটু ভাইজানে’র চরিত্রে ব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গিয়েছিল। এ বার 'হামি ২'-এ অন্য তিন খুদের রসায়ন দেখবে দর্শক। চিনু, ভেঁপু আর রুকসানার ভূমিকায় অভিনয় করেছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী।