ভূমি ত্রিবেদী ও বিপিন পাটোয়ার গানে এই প্রথমবার জুটি বেঁধেছেন সানি ও রেমো। সামনেই দুর্গাপুজো ও নবরাত্রি। সেই কথা মাথায় রেখেই গারবা ডান্সটি তৈরি হয়েছে। পীযূষ জৈন এই ভিডিওটি পরিকল্পনা করেছেন এবং 'নাচ বেবি'-র প্রযোজকও তিনি। পীযুষের আশা, সানি ও রেমোর ম্যাজিকে মুগ্ধ হবে দর্শকমহল।
advertisement
সানির কথায়, ''নাচ বেবি অসাধারণ একট গান। এই গানে নাচ করে খুব ভাল লেগেছে। 'নাচ বেবি'-র প্রস্তাবে রাজি হয়েছিলাম কারণ আমার 'রাখি ভাই' হিতেন্দ্র কাপুপাড়া আমায় এই গানটিতে পারফর্ম করতে অনুরোধ করেছিল। তার উপর রেমোর সঙ্গে নাচ করার সুযোগ কেউ ছাড়ে! এই দুর্দান্ত ও লোভনীয় প্রস্তাব আমি হাতছাড়া করিনি। এক অসাধারণ অভিজ্ঞতা! আমরা সকলেই জানি রেমো অসাধারণ নৃত্যশিল্পী। যাঁরা রেমোর সঙ্গে পারফর্ম করেছেন তাঁরাই একমাত্র বলতে পারবেন যে ওর কাছ থেকে নাচ সংক্রান্ত কত কী শেখার আছে।"
তবে এই মিউজিক ভিডিওর সবচেয়ে বড় বিষয় হল, এ গানে পারফর্ম করতে সানি লিওনি কোনও পারিশ্রমিক নেননি। পারিবারিক সম্পর্কের খাতিরে সানি এই মিউজিক ভিডিওটি কোনও টাকা ছাড়া কাজ করতে রাজি হন।
আরও পড়ুন: 'পায়ে পড়ি বাঘ মামা, তুমি যে ঘরে কে তা জানত!' বেড়াতে গিয়ে বাঘের কবলে নুসরত-যশ! ভাইরাল
সানির কাজ এবং নাচের প্রতি আগ্রহ ও ডেডিকেশন রেমো-সহ গোটা ইউনিটকে মুগ্ধ করেছে। মিউজিক ভিডিওতে রেমোর নাচের দক্ষতা, সানির সমগ্র পারফরম্যান্স, কোরিওগ্রাফি, সেই সঙ্গে চিত্তাকর্ষক লুক এক কথায় নজর কাড়ছে।