একটি সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে বলতে গিয়ে নীনা শেয়ার করেছেন প্রথম চুম্বন দৃশ্যের কথা। টেলিভিশনের সেই শো-এর নাম ছিল ‘দিল্লাগি’। সিনের পর সারা রাত ঘুমোতে পারেননি বলে জানান নীনা। তিনি বলেছেন, ‘অভিনেতা হিসেবে আপনাকে সব ধরনের দৃশ্যে অভিনয় করতে হয়। কখনও কাদা মাখতে হবে, কখনও প্রখর সূর্যের তাপে দাঁড়াতে হবে। আমি বহু বছর আগে দিলীপ ধাওয়ানের সঙ্গে একটি সিরিয়াল করেছিলাম।’
advertisement
আরও পড়ুন: অরিজিত সিংয়ের গান গেয়ে ক্ষমাপ্রার্থী ‘পাসুরি’ গায়ক আলি শেঠি, দেখুন সেই ভিডিও
বলিউড ইনস্টান্টকে দেওয়া সাক্ষাৎকারে নীনা আরও বলেন, ‘ওটা ছিল অন-স্ক্রিনে আমার প্রথম ঠোঁটে ঠোঁটে চুম্বন। আমি সারা রাত ঘুমোতে পারিনি তারপর।’ তিনি আরও জানান, প্রথমবার স্ক্রিনে চুম্বন দৃশ্যে অভিনয় করতে তাঁর সমস্যা হয়েছিল। তিনি শারীরিক ও মানসিক ভাবে তার জন্য প্রস্তুতও ছিলেন না। নীনার দাবি, ‘কোনও মানুষ স্ক্রিনে হাসাতে পারে না, কেউ কেউ কাঁদতে পারে না। আমি চুম্বন দৃশ্যের পর ডেটল দিয়ে মুখ ধুয়েছিলাম।’
অভিনেত্রীর দাবি, অচেনা ব্যক্তিকে চুমু খাওয়া তাঁর পক্ষে খুবই সমস্যার। বহু ছবিতে কাজ করেছেন নীনা গুপ্তা। বলিউডের অন্যতম সেরা প্রবীণ অভিনেত্রী তিনি। কয়েকদিন আগেই অমিতাভ বচ্চন ও রশ্মিকা মন্দানার সঙ্গে গুডবাই ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সামনেই রয়েছে লাস্ট স্টোরিজ ২।