ভাবছেন হঠাৎ সমকামীতা নিয়ে এত ভারী ভারী শব্দ কেন? তাহলে ইমতিয়াজ আলি এবার লভ আজকাল নামের একটি সমকামী প্রেমের গল্প বলতে চলেছেন?
ইমতিয়াজ ঠিক কী করবেন, তা জানা নেই৷ তবে কার্তিক আরিয়ান ও রণবীর সিং মিলে যেটা করল, তা দেখলে তাক লেগে যাবে ৷
গপ্পোটা হল, সুযোগ পেলেই সারা আলি খানের সঙ্গে মস্করা শুরু করে দেন রণবীর সিং৷ আর এই মস্করায় রণবীর এবার সঙ্গে নিলেন কার্তিক আরিয়ানকে ৷
advertisement
কার্তিক ও সারার নতুন ছবি ‘লভ আজকাল’-এর চর্চিত পোজে ছবি তুললেন রণবীর ও কার্তিক ৷ যেখানে কার্তিকের পিঠের ওপর শুয়ে থাকলেন রণবীর ৷ ছবি আপলোড করে কার্তিক লিখলেন, লভ আজকাল ২০৩০৷
ছবিটি দেখে আয়ুষ্মানও কমেন্ট করতে ভুললেন না৷ সুযোগ পেয়ে তাঁর নতুন ছবি ‘শুভমঙ্গলম জাদা সাবধান’-এর প্রোমোশনও করে দিলেন আয়ুষ্মান খুরানা ৷
advertisement
Location :
First Published :
February 16, 2020 12:27 PM IST