TRENDING:

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শিল্পী লোপামুদ্রা মিত্রের নতুন গান  

Last Updated:

Lopamudra Mitra new song: এটির মূল আকর্ষণ হল লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি ক্লাসিকাল গান যেটি লিখেছেন কবি শ্রীজাত এবং সুর দিয়েছেন জয় সরকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : জগদ্ধাত্রী পুজো উপলক্ষে 'স্টারমঞ্চ' প্রকাশ করল শিল্পী লোপামুদ্রার কণ্ঠে একটি নতুন গান - 'আসিও মা জগদ্ধাত্রী'। গানটি ' হয়েছে গত শুক্রবার। এটির মূল আকর্ষণ হল লোপামুদ্রা মিত্রের কণ্ঠে একটি ক্লাসিকাল গান যেটি লিখেছেন কবি শ্রীজাত এবং সুর দিয়েছেন জয় সরকার। মূলত এই গানটির মাধ্যমে 'জগদ্ধাত্রী' নামে দেবী দুর্গার পুনর্জন্ম উদযাপন করে উৎসবের পরিবেশকে তুলে ধরা হয়েছে মায়ের আরাধনার মধ্যে দিয়ে।
লোপামুদ্রা মিত্র
লোপামুদ্রা মিত্র
advertisement

এ বছর শুরুর দিকে 'স্টারমঞ্চ' "বারো মাসে তেরো পার্বণ" ট্যাগলাইন ব্যবহার করা শুরু করে৷ যার আক্ষরিক অর্থ সারা বছর বাঙালিদের বিভিন্ন রকম উৎসব বহর চিরকালই। সেই থেকে প্রতি উৎসবের সময় একটি করে নতুন গান প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে 'স্টারমঞ্চ' কর্তৃপক্ষের তরফ থেকে এবং 'আসিও মা জগদ্ধাত্রী' তার ব্যতিক্রম নয়। এই গানে মা জগদ্ধাত্রী দুষ্টের দমন করে শান্তির প্রতিষ্ঠা করেন জগতে। মা জগদ্ধাত্রী তাঁর চার হাতে ধারণ করেন শঙ্খ, চক্র, বাণ ও ধনুক এবং সেই থেকেই ভক্তরা বিশ্বাস করেন যে মা-কে পুজো করার মাধ্যমে তারা নিজেদের অহংকার, লোভ এই সমস্ত বিসর্জন দিয়ে জীবনে সুখ-শান্তি অর্জন করতে পারবেন।

advertisement

আরও পড়ুন : ভিকি-ক্যাটরিনা থেকে জ্যাকি শ্রফ...'ফোন ভূত'-এর স্ক্রিনিংয়ে হাজির বি-টাউনের 'বিগি'রা

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

'স্টারমঞ্চ'-এর তরফ থেকে এবছর পয়লা বৈশাখ উপলক্ষে 'পয়লা সবার থাক', রবীন্দ্র জয়ন্তী-তে 'সন্ধ্যেপাখি' ,জামাই ষষ্ঠী-তে 'ষষ্ঠী মেড ইন হেভেন', রথযাত্রা উপলক্ষে 'নয়নপথগামী', ঝুলন যাত্রার সময় 'এলো কি' এবং বিশ্বকর্মা পুজোয় 'বিশ্বকর্মা জয়', দুর্গা পুজোয় 'দেখবো ঠাকুর ঢ্যাংকুড়াকুর', লক্ষ্মীপুজোয় 'নারায়ণী স্তুতি', কালীপুজোয় 'দীপান্বিতা' এবং সম্প্রতি ভাইফোঁটায় 'ভাইফোঁটার গান' প্রকাশ করা হয়েছিল "বারো মাসে তেরো পার্বণ"-এর অংশ হিসেবে। প্রতিটি গানই শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছে। 'জগদ্ধাত্রী'-কে সমস্ত সৃষ্টির উৎস বলে গণ্য করা হয় এবং তিনি ছাড়া সবকিছুই অচল। বিশ্বের রক্ষাকারী 'মা'-এর পুজো উপলক্ষে এই গানটি আমাদের একটি ছোট্ট প্রয়াস এমনটাই  আশা শিল্পী ও স্টারমঞ্চ কর্তৃপক্ষের ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শিল্পী লোপামুদ্রা মিত্রের নতুন গান  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল