বিজয়ী ঘোষিত হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন কঙ্গনা। তিনি বলেন, “আমরা এই নির্বাচন নরেন্দ্র মোদির নামে লড়েছি। এটি তাঁর বিশ্বাসযোগ্যতা এবং তাঁর প্রতি মানুষের বিশ্বাসের ফল যে আমরা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছি…”।
নিজের অনুগামীদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি কঙ্গনা। ইনস্টাগ্রামে মান্ডির জনগণকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। কঙ্গনা মনে করেন, এই জয় নরেন্দ্র মোদির এবং বিজেপি-র। মান্ডির মানুষের মান-সম্মানের।
আরও পড়ুন: ‘অবশেষে…’ পর্দার পরে রাজনীতিতেও চির’সবুজ’ দেব… ‘হিরো’ হওয়া হল না হিরণের
আরও পড়ুন: রাজ না শুভশ্রী? কার মতো দেখতে ইয়ালিনিকে, মেয়ের মিষ্টি ছবি দিলেন নায়িকা, নেই রাখঢাক
কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়ে অনুপম খের লেখেন, ‘প্রিয় কঙ্গনা, তোমার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন! তুমি একজন রকস্টার। তোমার যাত্রাটা অনুপ্রেরণামূলক! তোমার জন্য, মান্ডি এবং হিমাচল প্রদেশের জনগণের জন্য খুব খুশি। তুমি বারবার প্রমাণ করছ যে, কেউ যদি মনোযোগী হলে এবং কঠোর পরিশ্রম করলে সব কিছুই করতে পারে! জয় হো!”