TRENDING:

Lock Upp : অঙ্কিতা কি গর্ভবতী? এটা শুনে কঙ্গনার মাথায় আকাশ ভেঙে পড়ল কেন

Last Updated:

Lock Upp : অঙ্কিতাও (Ankita Lokhande) এই শোয়ে এসে নিজের ব্যাপারে একটি গোপন তথ্য ফাঁস করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ওটিটি প্ল্যাটফর্মে ক্রমে জনপ্রিয় হয়ে উঠেছে কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) রিয়্যালিটি শো লক আপ (Lock Upp)। উইকেন্ডে এই শোয়ের বিচারালয় বসে, যেখানে প্রতযোগীরা নিজেদের জীবনের একটি গোপন কথা ফাঁস করেন। এই এপিসোডের নাম জাজমেন্ট ডে। এই সপ্তাহে এই এপিসোডে অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)।
অঙ্কিতা কি গর্ভবতী? এটা শুনে কঙ্গনার মাথায় আকাশ ভেঙে পড়ল কেন
অঙ্কিতা কি গর্ভবতী? এটা শুনে কঙ্গনার মাথায় আকাশ ভেঙে পড়ল কেন
advertisement

অঙ্কিতাও (Ankita Lokhande) এই শোয়ে এসে নিজের ব্যাপারে একটি গোপন তথ্য ফাঁস করেন। এই শোয়ে তিনি এসেছিলেন পবিত্র রিশতার দ্বিতীয় সিজনের প্রচার করতে। সেখানেই ফাঁস করেন, তিনি নাকি গর্ভবতী। পাশাপাশি বলেন যে এই খবরটি নাকি তিনি তাঁর স্বামী ভিকি জৈনকেও জানাননি। এই খবরে কঙ্গনারও (Kangana Ranaut) মাথায় আকাশ ভেঙে পড়ে।

advertisement

অঙ্কিতাকে (Ankita Lokhande) গোপন কথা ফাঁস করতে বলা হলে তিনি বলেন, "আচ্ছা। ভিকিও জানে না এটা। আমায় সবাই শুভেচ্ছা জানাও। আমি গর্ভবতী।" কিন্তু এসব বলার পরেই অঙ্কিতা জানান, তিনি সবাইকে এপ্রিল ফুল বানালেন। কিন্তু অঙ্কিতার এই কথা শুনে রীতিমতো চমতে ওঠেন কঙ্গনাও (Kangana Ranaut)।

কঙ্গনা বলেন, "আমি আশা করছি এই মিথ্যে খুব শীঘ্রই সত্যিই হয়ে উঠুক।" উত্তরে অঙ্কিতা বলেন, "হবে খুব শীঘ্রই।" ২০২১ এর ১৪ ডিসেম্বর ভিকি জৈনকে বিয়ে করেন অঙ্কিতা লোখান্ডে। বেশ রাজকীয় কায়দায় বসেছিল বিয়ের আসর। বিয়েতে নিমন্ত্রিত ছিলেন কঙ্গনাও। মণিকর্ণিকা ছবিতে একসঙ্গে কাজ করেছেন কঙ্গনা ও অঙ্কিতা। তার পর থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

advertisement

আরও পড়ুন- 'জিমে না গিয়েই ওজন কমানো যায়', শেহনাজ ফাঁস করলেন তাঁর ছিপছিপে হয়ে ওঠার রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, কাজের দিক থেকে এই মুহূর্তে অলট বালাজির রিয়্যালিটি শো লক আপ নিয়ে ব্যস্ত কঙ্গনা  (Kangana Ranaut)। ইতিমধ্যেই বিতর্ক তৈরি করেছে এই শো। এছাড়াও আগামীতে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ছবি ধকাড়। চারটি ভাষা হিন্দি, তেলুগু, তামিল ও মালায়লাম ভাষায় ছবিটি মুক্তি পাবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lock Upp : অঙ্কিতা কি গর্ভবতী? এটা শুনে কঙ্গনার মাথায় আকাশ ভেঙে পড়ল কেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল