বিগবস থেকে মন জয় করেছিলেন পঞ্জাবি অভিনেত্রী তথা গায়িকা শেহনাজ গিল (Shehnaaz Gill)। কখনও রসিকতা, কখনও মিষ্টি আচরণ আবার কখনও সিদ্ধার্থ শুক্লার সঙ্গে খুনশুটি। এভাবেই দর্শকদের মনোরঞ্জন করেছিলেন তিনি।
2/ 8
সেই সময়ে শেহনাজ ছিলেন বেশ পৃথুলা। কিন্তু সেই রূপেই তাঁকে পছন্দ করেছিলেন দর্শকরা। তবে বিগবস থেকে বেরোনোর কয়েক মাস পরেই একেবারে নতুন রূপে তাঁকে দেখেন দর্শকরা।
3/ 8
নির্মেদ চোয়াল, ছিপছিপে আওয়ারগ্লাল ফিগার। এভাবেই ধরা দেন শেহনাজ (Shehnaaz Gill) । এই লুকেও মুগ্ধ হন তাঁর অনুরাগীরা। সম্প্রতি শিল্পা শেট্টির চ্যাট শো শেপ অফ ইউ-তে এসে শেহনাজ জানালেন, কীভাবে তিনি ওজন কমালেন।
4/ 8
বিগবস থেকে বেরিয়েই তিনি (Shehnaaz Gill) দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে, ওজন কমাবেন এবং সবাইকে অবাক করবেন। পাশাপাশি নিজের ডায়েটও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।
5/ 8
শেহনাজ বলছেন, "আমি ডায়েট একই রেখে প্রোটিনের পরিমাণ কমিয়ে দিই। ঘুম থেকে ওঠার পরে আমি চা ও হলুদ মেশানো জল খাওয়া শুরু করি। এখন আমি সকালে অ্যাপল সাইডার ভিনিগার দেওয়া জল খাই।"
6/ 8
ব্রেকফাস্টে শেহনাজ সবজি, দোসা অথবা মেথির পরোটা। প্রথম থেকেই প্রচুর পরিমাণে জল খান শেহনাজ। আর এখন তার পাশাপাশি শশা ও স্ট্রবেরি খান তিনি।
7/ 8
জিমে না গিয়েই ওজন কমানো যায় বলে মনে করেন শেহনাজ। সঠিক ডায়েট এবং তার সঙ্গে বাড়িচে হাঁটা বা শরীরচর্চা। এর মাধ্যমেই ওজন কমানো যায় বলে মনে করেন তিনি।
8/ 8
খাবার খওয়ার আগে অনেকটা জল খাওয়ার পরামর্শ দিয়েছেন শেহনাজ। বিশেষ করে যারা ওজন কমাতে চান, তাঁদের সকালে খালি পেটে অ্যাপল সাইডার ভিনিগার দেওয়া জল খেতে বলছেন তিনি।