গায়ত্রী পণ্ডিত জন্মসূত্রে অ্যাংলো-ইন্ডিয়ান। তাঁর আসল নাম জেনিফার পণ্ডিত। পেশায় ছিলেন একজন এয়ার হোস্টেস। ১৯৬০ দশকের গোড়ার দিকে একটি ফ্লাইটে রাজ কুমারের সঙ্গে আলাপ তাঁর। দু’জনেই একে অপরের প্রেমে পড়েছিলেন। বিয়ের পর জেনিফার হিন্দু রীতি অনুযায়ী নিজের নাম পরিবর্তন করে গায়ত্রী রাখেন।
আরও পড়ুন: মঞ্চ থেকে পর্দায়, ‘অথৈ’-এ খলনায়ক অনির্বাণের সঙ্গে নায়িকা সোহিনী, অর্ণর ছবির লোগো মুক্তি
advertisement
তাঁদের মেয়ে ভাস্তভিকতা ‘এইট: দ্য পাওয়ার অফ শনি’ নামে একটি ছবিতে অভিনয় করতে গিয়েছিলেন। যদিও তিনি এর আগে অন্য এক কারণে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অভিনেতা শাহিদ কাপুরকে দীর্ঘদিন ধরে স্টকিং (ধাওয়া করা বা অনুসরণ) এবং নিজেকে তাঁর স্ত্রী বলে দাবি করেছিলেন। শাহিদ তাঁর বিরুদ্ধে স্টকিংয়ের জন্য এফআইআর দায়ের করতে বাধ্য হয়েছিলেন। দু’জনেই প্রথমে শৈমাক দাভারের নাচের ক্লাসে যেতেন। সেখানেই দেখা। শাহিদের প্রতি ভাললাগা তৈরি হয় রাজ কুমারের মেয়ের। কিন্তু শাহিদ একই রকম ভাবে সাড়া না দেওয়ায় তিনি এই ধরনের কাণ্ড শুরু করেন। গাড়ির বনেটে বসে থাকা, ধাক্কাধাক্কি করা ইত্যাদি।
রাজ কুমার, কিংবদন্তি অভিনেতা ১৯৯৬ সালের ৩ জুলাই, গলার ক্যানসারের কারণে ৬৯ বছর বয়সে মারা যান। দুর্ভাগ্যবশত, তাঁর সন্তানদের কেউই সিনেমার জগতে নাম করতে পারেননি।