অভিনেত্রীর সায়রা বানুর হাঁটুতে জমাট বেঁধেছে দুটি ক্লট৷ সূত্রের খবর, বেশ কিছুমাস ধরেই অভিনেত্রীর শারীরিক অবস্থা ভাল নেই৷ বাড়িতেও ঠিকমতো চলাফেরা করতে পারছেন না৷ আপাতত বাড়িতেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি৷ তবে পরবর্তীতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা, তা জানা যায়নি৷ চলতি বছরেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল অভিনেত্রীকে৷
advertisement
বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ও সায়রা বানুর প্রেমকাহিনি যেন চলচ্চিত্রের চিত্রনাট্যকেও হার মানাবে৷ তাদের দাম্পত বলি চর্চায় আজীবন থেকে যাবে৷ ২২ বছরের ছোট সায়রা বানুকে ১৯৬৬ সালে বিয়ে করেন দিলীপ কুমার৷ তারপর যেন ঝড় বয়ে গিয়েছিল টিনসেল টাউন৷ এক মুহূর্তের জন্যও একে অপরের কাছছাড়া হননি এই তারকা দম্পতি৷
২০২১ সালে ৭ জুলাই বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন দিলীপ কুমার৷ তারপর থেকেই নিঃসঙ্গ অভিনেত্রী ৷হঠাৎ করে স্বামী ছেড়ে যাওয়ার শোক নিতে পারেননি অভিনেত্রী৷ মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন৷ সকল অনুরাগীরা বর্ষীয়ান অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
