অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল) শেয়ার করা হয়েছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিওলে লি সুন কিউনের শেষকৃত্য হয়। সেগুলির মধ্যে একটিতে দেখা যায়, স্বামীর অকাল প্রয়াণে জিওন পুরোপুরি ভেঙে পড়েছেন। শোভাযাত্রায় সুন কিউনকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন হে জিন। অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর সন্তানেরা, পরিবার, বন্ধুবান্ধব এবং অন্যান্য।
advertisement
৪৮ বছরের অভিনেতা লি সুন কিউনকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর ঠিক একদিন আগে মাদক সেবনের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছিল তাঁর বিরুদ্ধে। স্থানীয় পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন।
আরও পড়ুন: গাড়ির ভিতরে মৃত অবস্থায় নায়কের দেহ! জনপ্রিয় অভিনেতার রহস্যমৃত্যুতে শিউরে উঠলেন ভক্তরা
প্রতিবেদন অনুসারে, পুলিশ এক মহিলার ফোন পেয়েছিলেন, যে তাঁর স্বামী বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এবং একটি নোট লিখে গিয়েছেন, যেটাকে সুইসাইড নোট বলে মনে হচ্ছে। পরে পুলিশ নিশ্চিত করে, যে ওই ব্যক্তির নাম লি সান কিউন। প্রতিবেদনে লেখা, পুলিশ লি সান কিউনের গাড়ির ভিতরে জলন্ত চারকোল পাথর পাওয়া গিয়েছে। যার পরে মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন।
