TRENDING:

Actor Death: গাড়ির ভিতরে নায়কের দেহ, সৎকারের শোভাযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন অভিনেতার স্ত্রী

Last Updated:

Actor Death: স্বামীর অকাল প্রয়াণে জিওন পুরোপুরি ভেঙে পড়েছেন। শোভাযাত্রায় সুন কিউনকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন জিওন। অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর সন্তানেরা, পরিবার, বন্ধুবান্ধব এবং অন্যান্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিওল: মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল বিশ্বখ্যাত অভিনেতা লি সুন কিউনের। গত ২৭ ডিসেম্বর সিওলের সিওনবুক জেলায় তাঁরই গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায় অস্কারজয়ী ছবি ‘প্যারাসাইট’-এর অভিনেতার দেহ। অভিনেতার অন্ত্যেষ্টিক্রিয়াযর ভিডিও এসেছে প্রকাশ্যে। আর সেখানেই দেখা যায় অভিনেতার স্ত্রী, অভিনেত্রী জিওন হে জিনকে।
গাড়ির ভিতরে নায়কের দেহ, সৎকারের শোভাযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন অভিনেতার স্ত্রী
গাড়ির ভিতরে নায়কের দেহ, সৎকারের শোভাযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন অভিনেতার স্ত্রী
advertisement

অন্ত্যেষ্টিক্রিয়ার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বে যা ট্যুইটার নামে পরিচিত ছিল) শেয়ার করা হয়েছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিওলে লি সুন কিউনের শেষকৃত্য হয়। সেগুলির মধ্যে একটিতে দেখা যায়, স্বামীর অকাল প্রয়াণে জিওন পুরোপুরি ভেঙে পড়েছেন। শোভাযাত্রায় সুন কিউনকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন হে জিন। অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর সন্তানেরা, পরিবার, বন্ধুবান্ধব এবং অন্যান্য।

advertisement

৪৮ বছরের অভিনেতা লি সুন কিউনকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর ঠিক একদিন আগে মাদক সেবনের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছিল তাঁর বিরুদ্ধে। স্থানীয় পুলিশের অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন।

আরও পড়ুন: গাড়ির ভিতরে মৃত অবস্থায় নায়কের দেহ! জনপ্রিয় অভিনেতার রহস্যমৃত্যুতে শিউরে উঠলেন ভক্তরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রতিবেদন অনুসারে, পুলিশ এক মহিলার ফোন পেয়েছিলেন, যে তাঁর স্বামী বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এবং একটি নোট লিখে গিয়েছেন, যেটাকে সুইসাইড নোট বলে মনে হচ্ছে। পরে পুলিশ নিশ্চিত করে, যে ওই ব্যক্তির নাম লি সান কিউন। প্রতিবেদনে লেখা, পুলিশ লি সান কিউনের গাড়ির ভিতরে জলন্ত চারকোল পাথর পাওয়া গিয়েছে। যার পরে মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Death: গাড়ির ভিতরে নায়কের দেহ, সৎকারের শোভাযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন অভিনেতার স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল