TRENDING:

Lata Mangeskar (1929-2022): কেন জীবনের শেষদিকে বলিউডের চলচ্চিত্রে গান গাওয়া ছেড়েই দিয়েছিলেন লতা মঙ্গেশকর?

Last Updated:

Lata Mangeskar Songs: লতার বোন মীনা মঙ্গেশকর ২০১৯ সালে জানান যে বলিউড ২০১০-এর পর থেকে যে ধরনের সঙ্গীত তৈরি করছে তা মোটেও পছন্দ করতেন না লতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সরস্বতীর বিসর্জনের দিনই সুরের জগতের আরও গভীরে পাড়ি দিলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রবিবার, ৬ ফেব্রুয়ারি সকাল ৮:১২ মিনিটে লতা মঙ্গেশকরের (Lata Mangeskar (1929-2022)) প্রয়াণ ঘটে। COVID19 সংক্রমণের পরে হাসপাতালে ভর্তি হওয়ার ২৮ দিনেরও বেশি পরে বহু অঙ্গ বিকল হয়ে পড়ার কারণে ৯২ বছর বয়সে লতা মঙ্গেশকর প্রয়াত হন। সারা দেশ জুড়েই সঙ্গীত জগতের মানুষজন জানিয়েছেন, আর কোনও দিনও ভারতে এমন কোনও শিল্পী জন্ম নেবেন না সম্ভবত। একেবারে কিশোরী বয়স থেকেই গানকেই ধ্যান জ্ঞান ও জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন লতা (Lata Mangeskar (1929-2022))। নিজের আট দশকেরও দীর্ঘ কর্মজীবনে ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। বলিউডের তাবড় অভিনেত্রীদের গলায় তাঁর গান দেশের সঙ্গীতপ্রেমীদের মাত করে রেখেছে এখনও। অন্যান্য ভাষার চলচ্চিত্রের জন্যও গান গেয়েছেন শিল্পী।
বাবার কাছ থেকেই প্রথম সঙ্গীত শিক্ষা লাভ করেন লতা।
বাবার কাছ থেকেই প্রথম সঙ্গীত শিক্ষা লাভ করেন লতা।
advertisement

আরও পড়ুন- জানেন, কেন নিজের গাওয়া গান ভুলেও কখনও শুনতেন না প্রয়াত লতা মঙ্গেশকর?

দীর্ঘকাল ধরে বলিউডে একের পর এক গান দিয়ে নিয়ের সুরের জাদু ছড়িয়ে দিয়েছিলেন লতা (Lata Mangeskar (1929-2022))। তবে ২০০০ সালের পর থেকে বলিউডে খুব কম সিনেমাতেই গান গেয়েছেন এই শিল্পী। যদিও জুবেইদা সিনেমায় সো গয়া হ্যায়, মহাব্বতে সিনেমায় হামকো হামিসে চুরা লো, লগান সিনেমার ও পালনহারে, কাভি খুশি কাভি গম-এর টাইটেল ট্র্যাক, বীর জারা-এর অ্যালবাম এবং রং দে বাসন্তীর লুকা চুপি গানের মতো হৃদয় নিংড়ানো কিছু গান তিনি গেয়েছেন ২০০০ সালের পর।

advertisement

তবে বলিউডের সিনেমায় গান গাওয়া থেকে থেকে নিজেকে পিছিয়ে রেখেছিলেন লতা (Lata Mangeskar (1929-2022))। গান রেকর্ড করেছেন তিনি অনেকই তবে বলিউডের চলচ্চিত্রের জন্য নয়। যদিও লতা মঙ্গেশকর নিজে কখনও তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা কারণটিকে প্রকাশ্যে জানাননি। তবে লতার বোন মীনা মঙ্গেশকর ২০১৯ সালে জানান যে বলিউড ২০১০-এর পর থেকে যে ধরনের সঙ্গীত তৈরি করছে তা মোটেও পছন্দ করতেন না লতা।

advertisement

“কেউ জানে না কেন তিনি বলিউডের সিনেমায় গান করা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এই ১০ দিন আগেই, তিনি একটি মারাঠি সিনেমার জন্য গান রেকর্ড করেন। তিনি এখন খুব বেশি গান করেন না, বিশেষ করে চলচ্চিত্রের জন্য। গানের কথা ও সুর ভালো হলে তবেই তিনি গান। সঙ্গীতই তাঁর জীবন। কিন্তু গানের কথা এবং ততোধিক বাজনার কারণে তিনি আজকের চলচ্চিত্রের গান খুব বেশি উপভোগ করেন না,”২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর জানিয়েছিলেন মীনা।

advertisement

আরও পড়ুন- সিগারেটের ফয়েলে লেখা "অ্যায় মেরে ওয়াতন কে লোগো" গান চোখে জল এনে দিয়েছিল নেহেরুর!

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

লতার মৃত্যুর পরে বহু তারকা, রাজনীতিবিদ এবং ক্রীড়া ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। অক্ষয় কুমার, অনিল কাপুর, অনুষ্কা শর্মা, কঙ্গনা রানাউত, ম্রুণাল ঠাকুর, অর্জুন রামপাল, শাহিদ কাপুর এবং রণবীর সিং সহ বহু বলিউড অভিনেতারা কিংবদন্তী লতা মঙ্গেশকরের মৃত্যুকে একটি ‘যুগের সমাপ্তি’ হিসেবেই দেখছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeskar (1929-2022): কেন জীবনের শেষদিকে বলিউডের চলচ্চিত্রে গান গাওয়া ছেড়েই দিয়েছিলেন লতা মঙ্গেশকর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল