আরও পড়ুন- সিগারেটের ফয়েলে লেখা "অ্যায় মেরে ওয়াতন কে লোগো" গান চোখে জল এনে দিয়েছিল নেহেরুর!
তবে অনেকেই জানেন না, কখনও নিজের গান আর শুনতেন না লতা (Lata Mangeskar)। ২০২০ সালে লতা মঙ্গেশকর জানান, তিনি যদি নিজের গান শোনেন তবে সেগুলির মধ্যে ভুল খুঁজে পাবেন। “কখনই না! আমি কখনও আমার নিজের গাওয়া গান শুনি না। যদি শুনি, আমার গানে নিজের একশোটা ভুল খুঁজে পাব! এর আগেও, একবার গানের রেকর্ডিং শেষ করলে আমি আর ফিরেও শুনতাম না,” বলেছিলেন লতা। এমনই সঙ্গীত নিবেদিত প্রাণ ছিল সুরসম্রাজ্ঞীর যে তিনি মনে করতেন নিজের প্রতিটি গান আগের গানের চেয়ে ভালো হতে হবে। “যদি আমি আমার গানগুলো শুনি, আমার মনে হয় আমি আরও ভালো গাইতে পারতাম, আমার সৃজনশীল মনকে প্রয়োগ করতে পারতাম, আরও উচ্চ মানে গানটাকে নিয়ে যেতে পারতাম,” পরে দ্য হিন্দুকে অন্য একটি সাক্ষাত্কারে বলেছিলেন লতা।
advertisement
আরও পড়ুন- শচিন দেব, হেমন্ত, সলিলের সুরে মাতিয়েছিলেন বাংলাকে! ছবিতে স্মরণে লতা মঙ্গেশকর
মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে লতার চিকিৎসক ডাঃ প্রতীত সামদানি একটি বিবৃতি প্রকাশ করে জানান, একাধিক অঙ্গ বিকল হয়ে প্রয়াত হয়েছেন গায়িকা। “অত্যন্ত গভীর শোকের সঙ্গে সকাল ৮:১২ মিনিটে লতা মঙ্গেশকরের প্রয়াণের কথা ঘোষণা করছি। COVID19 সংক্রমণের পরে হাসপাতালে ভর্তি হওয়ার ২৮ দিনেরও বেশি পরে বহু অঙ্গ বিকল হয়ে পড়ার কারণে তিনি মারা গিয়েছেন”। লতা মঙ্গেশকরের মৃত্যুতে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই শোকে প্লাবিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সমস্ত রাজনীতিবিদ এবং শিল্পীরা লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।