আরও পড়ুন- খিঁচুনির প্রতিকার নেই এখনও, মৃগীরোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত বেগুনি দিবস!
লারা সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর বিশেষ বন্ধু সেলিনা জেটলির সন্তানদের সঙ্গে তাঁর মেয়ের একটি ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে লারা লিখেছেন, “তখন এবং এখন! ৪ থেকে ১০ এবং এই দুই হ্যান্ডসাম মাকড়সা এখনও দাপিয়ে বেড়াচ্ছে! স্পাইডার গার্ল তোমাদের মিস করছে! জন্মদিনের শুভেচ্ছা!”
advertisement
দেখুন লারা দত্তের ইনস্টাগ্রাম পোস্ট।
পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে সেলিনা লিখেছিলেন, “এত্ত বড়ো হাগ… কতকাল দেখা হয় না, অপেক্ষা সইছে না আর! আলিঙ্গন এবং প্রচুর ভালবাসা।”
আরও পড়ুন- কাশ্মীর ফাইলসকে ব্যঙ্গ, কেজরিওয়ালকে 'প্রফেশনাল অ্যাবিউজার' বলে আক্রমণ বিবেকের!
লারাকে (Lara Dutta tested Covid-19 positive) শেষ দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সিনেমা বেল বটমে বাণী কাপুর এবং হুমা কুরেশির সঙ্গে। এছাড়াও, ওটিটি প্লাটফর্মে হিক্কাপস অ্যান্ড হুকআপস, হানড্রেড এবং কৌন বনেগা শিখরাবতীতে দেখা গিয়েছে তাঁকে।
মিস ইউনিভার্স ২০০০ সালের প্রতিযোগিতার (Miss Universe 2000 pageant) বিজয়ী হয়েছিলেন লারা। এর আগে ১৯৯৭ সালে মিস ইন্টারকন্টিনেন্টালের খেতাব জেতেন তিনি। মূলত হিন্দি সিনেমাতেই কাজ করেন লারা। একটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি সম্মানও লাভ করেছেন তিনি (Lara Dutta tested Covid-19 positive)।