TRENDING:

Lalit Modi New Girlfriend: সুস্মিতা অতীত? প্রাক্তন পুলিশকর্তার এই সুপারমডেল ডিভোর্সি মেয়েই নাকি ললিত মোদির বর্তমান প্রেমিকা!

Last Updated:

Lalit Modi New Girlfriend: সেখানেই দেখা গিয়েছে ললিত মোদিকে। আইপিএল প্রতিষ্ঠাতা পলাতক ললিতের বাহলগ্না সেখানে ছিলেন সুপারমডেল উজ্জ্বলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমবার জীবনে তৃতীয় বারের জন্য সাতপাকে বাঁধা পড়লেন প্রখ্যাত আইনজীবী তথা ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরীশ সালভে। হরীশ এবং তাঁর তৃতীয় পক্ষের স্ত্রী তৃণা তাঁদের ঘনিষ্ঠজনদের জন্য রাজকীয় পার্টির আয়োজন করেছিলেন লন্ডনে। তাঁদের বিয়ের উদযাপনের ছবি এখন চর্চিত ও আলোচিত সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা গিয়েছে ললিত মোদিকে। আইপিএল প্রতিষ্ঠাতা পলাতক ললিতের বাহলগ্না সেখানে ছিলেন সুপারমডেল উজ্জ্বলা। গুঞ্জন, তিনিই ললিতের বর্তমানের বিশেষ বান্ধবী।
advertisement

ভারতে নয়ের দশকের শুরুতে প্রথম সারির সুপারমডেল ছিলেন উজ্জ্বলা। তাঁর জন্ম ১৯৭৮-এ। মুম্বই পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনারের মেয়ে উজ্জ্বলা মডেলিং শুরু করেন কৈশোরে। ১৯৯৬ সালে ১৭ বছরের কমার্স ছাত্রী উজ্জ্বলা অংশ নেন ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়। বিজয়িনী না হলেও পেয়েছিলেন ‘ফেমিনা লুক অব দ্য ইয়ার’-এর শিরোপা। সে বছরই ফ্রান্সে এক সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি পৌঁছন সেরা ১৫-র মধ্যে।

advertisement

নয়ের দশকের শেষ দিকে দেশের সেরা মডেলদের মধ্যে উজ্জ্বলা ছিলেন অন্যতম। দেশবিদেশের একাধিক নামী সৌন্দর্য প্রতিযোগিতায় মার্জার সরণিতে হাঁটেন তিনি। একাধিক নামী ব্র্যান্ডের পণ্যের মডেল ছিলেন উজ্জ্বলা। তিনি ছিলেন প্রথম দিকের ভারতীয়দের মধ্যে অন্যতম যাঁরা ভিক্টোরিয়াজ সিক্রেট ফ্যাশন শো-এ অংশ নিয়েছেন। ২০১২ সালে এমটিভি সুপারমডেল অব দ্য ইয়ার শো-এ মিলিন্দ সোমনের সঙ্গে উজ্জ্বলাও ছিলেন বিচারকের আসনে।

advertisement

২০০৪ সালে স্কটিশ ছবি পরিচালক ম্যাক্সওয়েল স্টারিকে বিয়ে করেছিলেন উজ্জ্বলা। কিন্তু সাত বছর পর ২০১১ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়। তাঁদের মেয়ের নাম শা। ম্যাক্সওয়েল ও উজ্জ্বলার বিচ্ছেদ ঘিরে জমে বিতর্কের জলঘোলা হয়েছিল যথেষ্ট। সন্তানের কাস্টডি নিয়ে তিক্ততা চরমে পৌঁছয় দু’ পক্ষের মধ্যে। ২০১৩ সালে সংবাদমাধ্যমে উজ্জ্বলা বলেছিলেন ‘‘আজ আমার জীবন আবর্তিত হয় মেয়ে শা-এর চারপাশে। প্রতিদিনই আমার কাছে শিক্ষণীয়। রোজ সকালে ঘুম থেকে উঠে যখন মেয়ে আমার দিকে তাকায়, মন ভরে ওঠে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত মনে করা হচ্ছে সুস্মিতা সেনের সঙ্গে প্রেমপর্ব শেষ করে এখন উজ্জ্বলার সঙ্গেই জড়িয়েছেন প্রণয়ের সম্পর্কে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lalit Modi New Girlfriend: সুস্মিতা অতীত? প্রাক্তন পুলিশকর্তার এই সুপারমডেল ডিভোর্সি মেয়েই নাকি ললিত মোদির বর্তমান প্রেমিকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল