TRENDING:

Sushmita Sen : ললিত বোধহয় জানেনও না আসলে তাঁর প্রেয়সী সুস্মিতাকে সবথেকে বেশি ভালবাসেন ইনি

Last Updated:

Sushmita Sen : নেটিজেনদের আক্রমণে ট্রোলবিদ্ধ সুস্মিতা৷ তবে তীক্ষ্ণ ট্রোলিংও কেড়ে নিতে পারেনি তাঁর ভুবনমোহিনী হাসি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : তিনিই সবথেকে বেশি ভালবাসেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকে৷ সামাজিক মাধ্যমে সকলকে জানালেন সুস্মিতার বড় মেয়ে রেনে ৷ বুধবার ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন সুস্মিতা ৷ ছবির মাধ্যমে তাঁর অনুরাগীদের ভালবাসা জানিয়েছেন তিনি ৷ তাঁর সঙ্গে প্রণয়ের সম্পর্কের কথা সমাজমাধ্যমে জানানোর পর থেকেই নেটিজেনদের আক্রমণে ট্রোলবিদ্ধ সুস্মিতা৷ তবে তীক্ষ্ণ ট্রোলিংও কেড়ে নিতে পারেনি তাঁর ভুবনমোহিনী হাসি৷
তীক্ষ্ণ ট্রোলিংও কেড়ে নিতে পারেনি তাঁর ভুবনমোহিনী হাসি
তীক্ষ্ণ ট্রোলিংও কেড়ে নিতে পারেনি তাঁর ভুবনমোহিনী হাসি
advertisement

সেই হাসি মুখেই সুস্মিতা পোস্ট করেছিলেন নিজস্বীটি৷ গাড়িতে বসে ছিলেন তিনি৷ রোদচশমায় ঢাকা থাকলেও দিব্যি টের পাওয়া যাচ্ছে তাঁর দু’চোখের খুশি৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি তোমাদের ভালবাসি৷’ মন্তব্যের জায়গায় তাঁর বড় মেয়ে রেনে লেখেন, ‘‘আমি তোমাকে সবথেকে বেশি ভালবাসি...এখানেই সব আলোচনার শেষ৷’’ বোঝা যাচ্ছে মায়ের ট্রোলিংয়ে আহত তরুণী রেনে-ও৷

advertisement

গত সপ্তাহে বৃহস্পতিবার ট্যুইট করে ললিত মোদি লেখেন, ‘‘ সপরিবার মলদ্বীপ, সার্ডিনিয়া-সহ বিশ্বসফরের পর সবে ফিরেছি লন্ডনে ৷ অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা না বললেই নয় ! অবশেষে জীবনে এক নতুন সূত্রপাত ৷ মনে হচ্ছে চাঁদে রয়েছি৷’’ পরে ললিত সংযোজন করেন তাঁর ট্যুইটে ৷ জানান,  বিয়ে হয়নি, তবে তাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন ৷ বিয়েও হবে একদিন ৷

advertisement

আরও পড়ুন : রহমানের বাহুডোর থেকে এখন তিনি ললিতসুন্দরী! ৪৭ বসন্ত পেরিয়েও সুস্মিতার মুঠোয় রূপরহস্য

এ প্রসঙ্গে নীরবতা ভাঙেন প্রাক্তন বিশ্বসুন্দরীও৷ ইনস্টাগ্রামে মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি আনন্দময় জায়গায় আছেন৷ বিয়ে হয়নি৷ আংটি নেই৷ তাঁকে আবৃত করে আছে নিঃশর্ত ভালবাসা ৷ অনেক কথা বলা হয়ে গিয়েছে৷ এ বার জীবন ও কাজে ফিরতে হবে ৷ যাঁরা তাঁর সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন বরাবর তাঁদের তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন৷ আর যাঁরা সেটা করেননি তাঁদের সেটা মাথাব্যথাও নয় বলে সুস্মিতার মন্তব্য৷ ট্যুইটবার্তার শেষে দুগ্গা দুগ্গা !

advertisement

আরও পড়ুন :  ঐশ্বর্য নাকি আবার অন্তঃসত্ত্বা, বলিউডের অন্দরমহলে তীব্র গুঞ্জন

অবশ্য প্রাক্তন বিশ্বসুন্দরীর বাবা জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না৷ প্রাক্তন প্রেমিক রহমান শোল অবশ্য সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাননি৷ তাঁর কথায়, ‘‘তাঁদের জন্য আনন্দিত হোন না! প্রেম সুন্দর৷ আমি এটুকু বলতে পারি যদি সুস্মিতা কাউকে পছন্দ করেন তাহলে তিনি সত্যিই তাঁর যোগ্য৷’’ ললিত মোদির প্রথম পক্ষের ছেলে রুচির বলেন তিনি তাঁর বাবার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে চান না ৷

আরও পড়ুন : প্রথম বার যৌন সম্পর্কের সময় যোনিপথের যন্ত্রণা এড়াতে রইল টিপস

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁর পারিপার্শ্বিক যা-ই ভাবুক না কেন, ইন্টারনেটের একাংশে প্রাক্তন বিশ্বসুন্দরী পরিচিত হয়েছেন ‘গোল্ড ডিগার’ বা স্বর্ণসন্ধানী হিসেবে৷ ইঙ্গিত স্পষ্ট, ললিত মোদির সম্পত্তির জন্যই তিনি আকৃষ্ট হয়েছেন৷ সমাজমাধ্যমের এই পরিচয়ে মর্মাহত তিনি৷ জানাতে ভোলেননি সুস্মিতা৷ সঙ্গে তাঁর সুরসিক মন্তব্য, তিনি সোনার থেকেও দামী কিছু খোঁজেন৷ তাঁর পছন্দ হিরে!

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushmita Sen : ললিত বোধহয় জানেনও না আসলে তাঁর প্রেয়সী সুস্মিতাকে সবথেকে বেশি ভালবাসেন ইনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল