টেলি টক ইন্ডিয়া-র সঙ্গে আলাপচারিতায় নিজের মত প্রকাশ করেছেন অভিনেত্রী। এই তুলনা টানার বিষয়টি একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন তিনি। রূপালির কথায়, ‘একতাজির মহানুভবতা এটাই যে, তিনি ভাল ভাল কথা বলছেন। এটা একেবারেই সত্যি। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ হল নস্ট্যালজিয়া। আমাদের জন্য সবথেকে বড় গর্বের বিষয় হল, আমাদের চ্যানেলেই এই শো আবারও প্রত্যাবর্তন করেছে। আমি তো বুঝতেই পারছি না, আমি কীভাবে ‘অনুপমা’ আর ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র তুলনা করব।’
advertisement
আসলে সম্প্রতি একতা কাপুর একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জবাব দিয়েছেন। ওই পোস্টে এই দুই শো-এর প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছিল। তারপরেই জল্পনার সূত্রপাত। Brut-এর সঙ্গে আলাপচারিতায় স্বনামধন্য প্রযোজক জানান যে, এই জল্পনাগুলি অপ্রয়োজনীয় আর রুচিবিরুদ্ধ। একতার কথায়, ‘গতকাল আমি কিছু ভিডিও দেখছিলাম। যেখানে বলা হচ্ছিল যে, ‘কিঁউকি’ আসছে বলে না কি ‘অনুপমা’-র সমস্যা হচ্ছে। আমার এই বিষয়টাকে রুচিবিরুদ্ধ বলে মনে হয়েছে। উনি (রূপালি) একজন বড় তারকা। ‘অনুপমা’, ধারাবাহিক, আর এর স্রষ্টা রাজন… যা করেছেন, সেটা বিগত সাত বছরে কেউ করে দেখাতে পারেননি। ওঁরা বরাবরের মতো শীর্ষেই থাকবেন। আর তাঁদের শীর্ষেই থাকা উচিত।’
একতা আরও বলেন যে, ‘আমরা তো আসছি আমাদের একটা উদ্দেশ্য নিয়ে। আমরা আসছি আমাদের গল্প বলার জন্য। আর প্রধান চরিত্র এবং প্রধান শো-গুলির মধ্যে এই অপ্রয়োজনীয় তুলনা টানার কোনও দরকারই নেই। সেই সঙ্গে এক মহিলাকে অন্য মহিলার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া কিংবা একটা কন্টেন্টকে অপরটার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়াও একেবারেই কাম্য নয়।’
ইতিমধ্যেই গত ২৯ জুলাই প্রিমিয়ার হয়েছে বহু প্রতীক্ষিত ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-র। প্রথম পর্বেই রয়েছে নস্ট্যালজিয়ার ছোঁয়া। সেই ট্র্যাডিশন এবং নাটকীয়তাও একই রকম রয়েছে। সবথেকে বড় কথা হল, তুলসি ভিরানি রূপে ফের পর্দায় ফিরেছেন স্মৃতি ইরানি। তাঁর কামব্যাকের দৃশ্যটিও ছিল একেবারে আগের মতোই। অর্থাৎ ভিরানি বাড়ির বাইরে চিরচেনা রূপে আরতি করতে দেখা গিয়েছে তুলসিকে। ফলে দর্শকরাও ভারতীয় টেলিভিশন দুনিয়ার স্বর্ণযুগে পৌঁছে গিয়েছিলেন।
তবে এবার নতুন কিছু মুখ এই শো-এ দেখা যাবে। যেমন- রিতিক চরিত্রে থাকছেন আমন গান্ধি, অঙ্গদ রূপে দেখা যাবে রোহিত সুচান্তি এবং পরিধির ভূমিকায় অভিনয় করবেন শগুন শর্মা। তবে হিতেন তেজওয়ানি, গৌরী প্রধান, ঋতু চৌধুরী, কেতকী দাভে এবং শক্তি আনন্দের মতো চিরচেনা মুখগুলিও আবার ফিরছে এই শো-এ। ফলে নবীন-প্রবীণের এক দারুণ মেলবন্ধন উপহার পেতে চলেছেন ভক্তরা।