TRENDING:

Krushna Abhishek: গণপতির আশীর্বাদে দূর হয়ে যাক মামা-মামির সঙ্গে সব তিক্ততা, আশা গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের

Last Updated:

গোবিন্দা (Govinda) এবং তাঁর ভাগ্নে কৃষ্ণা অভিষেকের (Krushna Abhishek ) সম্পর্কের মধ্যে তিক্ততার বয়স পেরিয়েছে ৩ বছর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : অভিনেতা গোবিন্দা (Govinda) এবং তাঁর ভাগ্নে কৃষ্ণা অভিষেকের (Krushna Abhishek ) সম্পর্কের মধ্যে তিক্ততার বয়স পেরিয়েছে ৩ বছর ৷ সম্প্রতি তাঁদের মধ্যে তিক্ত ও কটু সম্পর্ক আবার প্রকাশ্যে এল কপিল শর্মার শো ঘিরে ৷ এই শো-এর একটি পর্বে হাজির ছিলেন সস্ত্রীক গোবিন্দ ৷ সেই পর্বে থাকতে অস্বীকার করেন কৃষ্ণা ৷ শোনা যাচ্ছে, মামা এবং মামির সঙ্গে সব তিক্ততা এ বার মুছে ফেলতে চাইছেন তিনি ৷
advertisement

গণেশ চতুর্থীর শুভ মুহূর্তে কৃ্ষ্ণার প্রার্থনা, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক যেন শুধরে যায় ৷ শুক্রবার দোকান থেকে গণপতি বিগ্রহ কিনে গাড়িতে তুলছিলেন কৃষ্ণা ৷ সে সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে ঘিরে ধরেন ৷ সংবাদ সংস্থার খবর, কৃষ্ণাকে জিজ্ঞাসা করা হয় গোবিন্দা ও তাঁর স্ত্রী তথা কৃষ্ণার মামি সুনীতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ৷ উত্তরে মামা ও মামিকে উদ্দেশ্য করে কৃষ্ণা বলেন, তাঁর ইচ্ছে, গণপতি যেন তাঁদের পারিবারিক সদস্যদের মধ্যে এই বিভেদ দূর করেন ৷ কারণ তাঁরা সকলে একে অন্যকে খুব ভালবাসেন ৷ অভিনেতা আরও যোগ করেন যে তিনি প্রার্থনা করছেন, তাঁদের মধ্যে সব যা সমস্যা আছে, তা যেন দূর হয়ে যায় ৷

advertisement

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সম্প্রতি গোবিন্দার স্ত্রী সুনীতা বলেছেন, তিনি কৃষ্ণার মুখ আর দেখতে চান না ৷ গত বছর নভেম্বরে গোবিন্দা এক বিবৃতিতে বলেন যে তিনি সংকল্প নিয়েছেন যে পারিবারিক সমস্যার কথা প্রকাশ্যে আলোচনা করবেন না ৷ এখনও অবধি তাঁর সঙ্কল্পের প্রতি অটল থেকেছেন গোবিন্দা ৷

আরও পড়ুন : মলদ্বীপে মধুচন্দ্রিমায় মোহময়ী নববধূ রিয়া কপূর

advertisement

গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের প্রকৃত নাম আভিষেক শর্মা ৷ পেশায় তিনি একাধারে একজন অভিনেতা, কৌতুকশিল্পী, সঞ্চালক এবং প্রযোজক ৷ কৃষ্ণার প্রথম ছবি ‘ইয়ে ক্যায়সি মোহাব্বত হ্যায়ঁ’ মুক্তি পায় ২০০২ সালে ৷ হিন্দি ছাড়াও তিনি অভিনয় করেছেন তামিল, ভোজপুরী, মরাঠি-সহ একাধিক ভাষার ছবিতে৷ তাঁর হিন্দি ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘বোল বচ্চন’, ‘ক্যয়া কুল হ্যায় হম-থ্রি’ এবং ‘মরনে ভি দো ইয়ারোঁ’৷

advertisement

আরও পড়ুন : মাতৃশোকের পর ফের কাজে, সপরিবার লন্ডন উড়ে গেলেন অক্ষয় কুমার

সেরা ভিডিও

আরও দেখুন
নদীতে পারে উৎসব! ঝাঁকে ঝাঁকে মানুষ ছুঁটছে নদীর দিকে! কারণ শুনলে চমকে উঠবেন
আরও দেখুন

তবে সিনেমার তুলনায় স্ট্যান্ড আপ কমেডিয়ান কৃষ্ণার সাফল্য ছোট পর্দায় রিয়্যালিটি শো-এ অনেক বেশি ৷ ‘নাচ বালিয়ে সিজন থ্রি’, ‘ঝলক দিখলা যা সিজন ফোর’, ‘কমেডি সার্কাস’ এবং ‘কপিল শর্মা’-র শো-এ কৃষ্ণার ভূমিকা অনেক বেশি উজ্জ্বল ৷ অনুরাগীদের আশা, তারকা মামা-ভাগ্নের মধ্যে সব বিরোধ খুব শীঘ্রই দূর হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Krushna Abhishek: গণপতির আশীর্বাদে দূর হয়ে যাক মামা-মামির সঙ্গে সব তিক্ততা, আশা গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল