তবে আদৌ এমন কিছুই হচ্ছে না। দায়িত্ব নিয়ে সে কথা জানিয়েছেন কৃতি নিজেই। মঙ্গলবার রাতে একটি ইনস্টাগ্রাম স্টোরি দিয়ে কার্যত সব জল্পনায় জল ঢালেন 'ভেড়িয়া'র নায়িকা। তাঁর বক্তব্য, প্রেম বা জনসংযোগের জন্য এমন গুঞ্জন ছড়ানো হয়নি। বরুণ নেহাতই মজার ছলে কথাগুলি বলেছিলেন। শেষে কৃতি লেখেন, 'এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন।'
advertisement
আরও পড়ুন : এখনও শৈশবের ‘তোপসে’-ই প্রিয় শাশ্বত চট্টোপাধ্যায়ের, আর কী কী বললেন?
আরও পড়ুন : আসন্ন ছবি নিয়ে নতুন চমক প্রসেনজিতের
সম্প্রতি 'ভেড়িয়া'র প্রচারে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বরুণ। কৃতির প্রেম নিয়ে হাটে হাঁড়ি ভেঙেছিলেন সেখানেই। জানিয়েছিলেন, কৃতির মন যাঁর কাছে, তিনি এখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে শ্যুট করছেন।
অনেকেই জানেন, এই মুহূর্তে প্রভাস প্রজেক্ট কে-র কাজ নিয়ে ব্যস্ত। তাঁর সহকর্মী দীপিকা পাড়ুকোন। ফলে বরুণের কথা শুনে খুব সহজেই দু'য়ে দু'য়ে চার করেছিলেন অনুরাগীরা।