TRENDING:

Bonny Sengupta: 'শুভ জন্মদিন ড্যাডি...' তবে কি চুপিসারে বাবা হলেন বনি? কৌশানীর পোস্টে বিরাট রহস্য ফাঁস

Last Updated:

তবে কি চুপিচুপি মা-বাবা হলেন কৌশানী আর বনি? ঠিকই ধরেছেন। তাঁদের সন্তান আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীর্ঘ আট বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়৷ কবে বসবেন বিয়ের পিঁড়িতে? তা নিয়ে টলিপাড়ার অন্দরে চর্চা কম নয়। বনির সঙ্গে আগামী বছর বিয়ের কথা কৌশানীর বাবাই তাঁর জন্মদিনে ঘোষণা করেছিলেন। কিন্তু বনির জন্মদিনে কৌশানী যা পোস্ট করলেন তাতে ফাঁস হল এক বিরাট রহস্য। কী সেটা?
চুপিসারে বাবা হলেন বনি?
চুপিসারে বাবা হলেন বনি?
advertisement

জন্মদিনে বিশেষ বন্ধু বনি সেনগুপ্তকে অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন কৌশানী। তাঁর সঙ্গে সারা জীবন থাকার ইচ্ছাওপ্রকাশ করেছেন। শেষে কৌশানী ইনস্টা পোস্টে লেখেন, ‘হ্যাপি বার্থডে ড্যাডি ফ্রম বাডি’। আর এখানেই জন্ম নিয়েছে যাবতীয় প্রশ্ন। তবে কি চুপিচুপি মা-বাবা হলেন কৌশানী আর বনি? ঠিকই ধরেছেন। তাঁদের সন্তান আছে। তবে সে চারপেয়ে। প্রিয় পোষ্যের হয়েই বনিকে শুভেচ্ছা জানিয়েছেন কৌশানী।

advertisement

শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তলের সঙ্গে নাম জড়াতেই বনিকে নিয়ে এখনও চর্চা চলছে ইন্ডাস্ট্রির অন্দরে। সময়টা মোটেই ভাল যাচ্ছে না টলিপাড়ার বরবাদ অভিনেতা বনি সেনগুপ্তর। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘাঁটতেই টলি অভিনেতা বনির নাম উঠে এসেছে। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেন হয়েছে বলেই দাবি করা হয়েছিল। জানা গিয়েছে, কুন্তলের থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে ফেরতও দিয়েছেন বনি সেনগুপ্ত। তবে টাকা ফেরত দিলেও ট্রোলিং কোনওভাবেই পিছু ছাড়ছে না বনির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অন্যদিকে একেবারে ছকভাঙা চরিত্রে হাজির হয়েছেন কৌশানী।  ১১ অগাস্ট জি ফাউভে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই ‘আবার প্রলয়’-এর হাত ধরে ওয়েব সিরিজে হাতখড়ি হয়েছে কৌশানীর!

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bonny Sengupta: 'শুভ জন্মদিন ড্যাডি...' তবে কি চুপিসারে বাবা হলেন বনি? কৌশানীর পোস্টে বিরাট রহস্য ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল