TRENDING:

Aparna and Konkona: ‘দ্য রেপিস্ট’-এ মা মেয়ের যুগলবন্দি দেখার অপেক্ষায় দর্শক

Last Updated:

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে দেখা যাবে ‘দ্য রেপিস্ট’ ছবিতে ৷ অপর্ণার পরিচালনায় এই ছবির মূল বার্তা, কীভাবে সমাজই জন্ম দেয় ধর্ষকদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : এ বার অপর্ণা সেনের হিন্দি ছবিতে অভিনয় করেছেন কঙ্কণা ৷ দু বার জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে দেখা যাবে ‘দ্য রেপিস্ট’ ছবিতে ৷ অপর্ণার পরিচালনায় এই ছবির মূল বার্তা, কীভাবে সমাজই জন্ম দেয় ধর্ষকদের ৷ তুলে ধরা হবে একজন ধর্ষিতার যন্ত্রণা ৷ দেখানো হবে কীভাবে তিনি পারিপার্শ্বিকের মুখোমুখি হন ৷
advertisement

অপর্ণা পরিচালিত শেষ বাংলা ছবি ‘ঘরে বাইরে আজ’ মুক্তি পেয়েছিল দু বছর আগে ৷ তার পর আবার পরিচালকের কুর্সিতে দেখা যাবে তাঁকে ৷ ৯ বার জাতীয় পুরস্কার জয়ী অপর্ণার এই ছবিতে নায়িকা কঙ্কণাই ৷ বাকি কুশীলবদের মধ্যে অন্যতম অর্জুন রামপাল এবং তন্ময় ধানানিয়া ৷ শুটিংয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অপর্ণাকে ধন্যবাদ জানিয়েছেন অর্জুন রামপাল ৷

advertisement

ছবির তিন প্রধান চরিত্র একটি অপরাধকে কেন্দ্র করে বাঁধা থাকবে একই সুতোয় ৷ ঘুরেফিরে তার কাছাকাছি আসবে ৷ অপ্রিয় সত্য ঘরে হানা দিলে কীভাবে একজনের আদর্শ চুরমার হয়ে যায়, ছবির অন্যতম প্রতিপাদ্য সেটাও ৷ ‘দ্য রেপিস্ট’-এ মা মেয়ের যুগলবন্দি দেখার অপেক্ষায় দর্শক  ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

এর আগে কঙ্কণাকে দেখা গিয়েছে সীমা পহওয়ার ছবি ‘রামপ্রসাদ কি তেহরভি’ ছবিতে ৷ ছবিতে কঙ্কণার সঙ্গে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, বিনয় পাঠক এবং সুপ্রিয়া পাঠক ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparna and Konkona: ‘দ্য রেপিস্ট’-এ মা মেয়ের যুগলবন্দি দেখার অপেক্ষায় দর্শক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল