TRENDING:

Koneenica Banerjee : ছোট্ট কিয়া দাদু-দিদার কাছে, তুঙ্গভদ্রার তীরে মৎস্যজীবী হয়ে থাকা হল না অভিনেত্রীর

Last Updated:

একরত্তি কিয়াকে কলকাতায় রেখে কনীনিকা (Koneenica Banerjee) গিয়েছিলেন হাম্পি ৷ সেখানেই তুঙ্গভদ্রার তীরে হল তাঁর ওয়ার্কশপ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাম্পি : একরত্তি কিয়াকে কলকাতায় রেখে কনীনিকা (Koneenica Banerjee) গিয়েছিলেন হাম্পি ৷ সেখানেই তুঙ্গভদ্রার তীরে হল তাঁর ওয়ার্কশপ ৷ অভিনেত্রী এখন অভিনয়ও শেখান ৷ তাঁর প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়েই তিনি গিয়েছিলেন কর্নাটকের কাছে প্রাচীন হাম্পি শহরে ৷ ইতিহাসের গন্ধমাখা বিজয়নগর সাম্রাজ্যের আনাচেকানাচে ঘুরলেন তাঁরা ৷ প্রকৃতির কোলে তুঙ্গভদ্রার কোলে নেমেও অভিনয় করলেন ৷
advertisement

ওয়ার্কশপের শেষ দিন ফেসবুক লাইভ করলেন কনীনিকা ৷ প্রাচীন বিজয়নগর সাম্রাজ্যের পদ্মমহলের সামনে সরাসরি নেটিজেনদের সঙ্গে কথা বললেন৷ জানালেন, কংক্রিটবন্দি জীবন থেকে বহু দিন পর মুক্তি পেয়ে তিনি খুব খুশি ৷ প্রকৃতির সঙ্গে বেশ কিছু দিন কাটিয়ে পঞ্চেন্দ্রিয়কে তরতাজা করে নিলেন ৷ তিনি ইতিহাস ভালবাসেন ৷ তাই ইতিহাসপ্রসিদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষকেই বেছে নিয়েছেন ওয়ার্কশপের জন্য ৷

advertisement

ফেসবুক লাইভে নিজের কথা বলার ফাঁকে হাম্পির ধ্বংসাবশেষও ঘুরে দেখালেন কনীনিকা ৷ জায়গাটা তাঁর এত ভাল লেগেছে, ইচ্ছে করছিল যদি কৃষক বা জেলে হয়ে ওখানেই থেকে যেতে পারেন ৷ কিন্তু সে হওয়ার নয় ৷ ভাল করেই জানেন অভিনেত্রী ৷ কারণ কলকাতায় তাঁর বাবা মায়ের কাছে রয়েছে কনীনিকার একমাত্র মেয়ে কিয়া ৷ মাকে ছেড়ে ছোট্ট কিয়া বেশ কান্নাকাটি করছে ৷ জানেন কনীনিকা ৷ কিন্তু মাতৃত্বে জন্য নিজের অভিনেত্রী সত্তাকেও সম্পূর্ণ মুছে ফেলতে নারাজ তিনি ৷ তাই কলকাতায় ফিরে কিয়াকে অনেক আদর করার আগে মন দিয়ে নিজের কাজ সারলেন ৷

advertisement

‘এক আকাশের নীচে’-এর কিশোরী পাখি এখন পুরোদস্তুর গৃহিণী ৷ স্বামী এবং একরত্তি মেয়েকে নিয়ে তাঁর ভরপুর সংসার ৷ তার মাঝেও ভুলে যাননি অভিনয় এবং নাচকে ৷ লকডাউনে বাড়ি থেকেই শুরু করেছেন অনলাইন ওয়ার্কশপ ৷

২০১৭ সালে ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন কনীনিকা ৷ দু বছর পরে জন্ম তাঁদের একমাত্র মেয়ে কিয়া-র ৷ সুরজিতের প্রথম পক্ষের ছেলে দ্রোণের সঙ্গেও কনীনিকার সুসম্পর্ক বজায় আছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দীর্ঘ বিরতির পর ‘অন্দরমহল’ (২০১৭) ধারাবাহিক দিয়ে এক অর্থে কামব্যাক করেছিলেন কনীনিকা। দু’ বছর পর পরিচালক পৃথা চক্রবর্তীর ‘মুখার্জিদার বউ’ ছবিতে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। শাশুড়ি-বৌমার রসায়ন দর্শকের মন জয় করেছিল ৷ অতিমারির আগে দেবের ‘টনিক’ ছবিতে কাজ করেছিলেন। বেশ কিছু শর্ট ফিল্মও করেছেন এর মধ্যে। পাশাপাশি, রাহুল মুখোপাধ্যায়ের ‘চং চং’, রাজর্ষি দে-র ‘মায়া’, ইন্দ্রাশিস আচার্যের আগামী ছবি ‘মায়াভয়’-এ রয়েছেন কনীনিকা। অভিনয় করা, অভিনয় শেখানো এবং পাশাপাশি সংসারের দায়িত্ব, সব কিছু নিয়েই এগিয়ে যেতে চান তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Koneenica Banerjee : ছোট্ট কিয়া দাদু-দিদার কাছে, তুঙ্গভদ্রার তীরে মৎস্যজীবী হয়ে থাকা হল না অভিনেত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল