ওয়ার্কশপের শেষ দিন ফেসবুক লাইভ করলেন কনীনিকা ৷ প্রাচীন বিজয়নগর সাম্রাজ্যের পদ্মমহলের সামনে সরাসরি নেটিজেনদের সঙ্গে কথা বললেন৷ জানালেন, কংক্রিটবন্দি জীবন থেকে বহু দিন পর মুক্তি পেয়ে তিনি খুব খুশি ৷ প্রকৃতির সঙ্গে বেশ কিছু দিন কাটিয়ে পঞ্চেন্দ্রিয়কে তরতাজা করে নিলেন ৷ তিনি ইতিহাস ভালবাসেন ৷ তাই ইতিহাসপ্রসিদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষকেই বেছে নিয়েছেন ওয়ার্কশপের জন্য ৷
advertisement
ফেসবুক লাইভে নিজের কথা বলার ফাঁকে হাম্পির ধ্বংসাবশেষও ঘুরে দেখালেন কনীনিকা ৷ জায়গাটা তাঁর এত ভাল লেগেছে, ইচ্ছে করছিল যদি কৃষক বা জেলে হয়ে ওখানেই থেকে যেতে পারেন ৷ কিন্তু সে হওয়ার নয় ৷ ভাল করেই জানেন অভিনেত্রী ৷ কারণ কলকাতায় তাঁর বাবা মায়ের কাছে রয়েছে কনীনিকার একমাত্র মেয়ে কিয়া ৷ মাকে ছেড়ে ছোট্ট কিয়া বেশ কান্নাকাটি করছে ৷ জানেন কনীনিকা ৷ কিন্তু মাতৃত্বে জন্য নিজের অভিনেত্রী সত্তাকেও সম্পূর্ণ মুছে ফেলতে নারাজ তিনি ৷ তাই কলকাতায় ফিরে কিয়াকে অনেক আদর করার আগে মন দিয়ে নিজের কাজ সারলেন ৷
‘এক আকাশের নীচে’-এর কিশোরী পাখি এখন পুরোদস্তুর গৃহিণী ৷ স্বামী এবং একরত্তি মেয়েকে নিয়ে তাঁর ভরপুর সংসার ৷ তার মাঝেও ভুলে যাননি অভিনয় এবং নাচকে ৷ লকডাউনে বাড়ি থেকেই শুরু করেছেন অনলাইন ওয়ার্কশপ ৷
২০১৭ সালে ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন কনীনিকা ৷ দু বছর পরে জন্ম তাঁদের একমাত্র মেয়ে কিয়া-র ৷ সুরজিতের প্রথম পক্ষের ছেলে দ্রোণের সঙ্গেও কনীনিকার সুসম্পর্ক বজায় আছে ৷
দীর্ঘ বিরতির পর ‘অন্দরমহল’ (২০১৭) ধারাবাহিক দিয়ে এক অর্থে কামব্যাক করেছিলেন কনীনিকা। দু’ বছর পর পরিচালক পৃথা চক্রবর্তীর ‘মুখার্জিদার বউ’ ছবিতে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। শাশুড়ি-বৌমার রসায়ন দর্শকের মন জয় করেছিল ৷ অতিমারির আগে দেবের ‘টনিক’ ছবিতে কাজ করেছিলেন। বেশ কিছু শর্ট ফিল্মও করেছেন এর মধ্যে। পাশাপাশি, রাহুল মুখোপাধ্যায়ের ‘চং চং’, রাজর্ষি দে-র ‘মায়া’, ইন্দ্রাশিস আচার্যের আগামী ছবি ‘মায়াভয়’-এ রয়েছেন কনীনিকা। অভিনয় করা, অভিনয় শেখানো এবং পাশাপাশি সংসারের দায়িত্ব, সব কিছু নিয়েই এগিয়ে যেতে চান তিনি ৷