শোনা যাচ্ছে, ‘পাঠান’ মুক্তি পাচ্ছে বলে কলকাতার একাধিক সিঙ্গল স্ক্রিনে কেবল শাহরুখের ছবিই চলবে, সেই কয়েকদিন কোনও সিঙ্গল স্ক্রিনগুলিতে মুক্তি পাবে না অন্য বাংলা ছবি। এদিকে এইন সময়ে একাধিক ছবি মুক্তি পেয়েছে এখানে। গত এক মাস ধরে রমরমিয়ে চলছে দেব-মিঠুন চক্রবর্তীর ‘প্রজাপতি’, এছাড়া রাহুল মুখোপাধ্যায় পরিচালিত ‘দিলখুশ’ এবং কৌশিক গঙ্গোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’। আর ঠিক সেই কারণে যশরাজের এই ছবি পা রাখলেই কোনও কোনও সিঙ্গল স্ক্রিন থেকে বাংলা ছবি তুলে নেওয়া হবে।
advertisement
সূত্রের খবর, যশরাজ ফিল্মস নাকি সিঙ্গল স্ক্রিনের হলমালিকদের সঙ্গে মিলে ‘নো শো’ নীতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধার্থ আনন্দের ছবি চললে অন্য ছবি চলবে না। কেউ কেউ সেই প্রস্তাবে রাজি হয়েছেন। কেউ কেউ হননি। তাই কোনও কোনও হলে আবার সিঙ্গল স্ক্রিনে 'পাঠান' দেখানো হবে না। শেষমেশ পরিস্থিতি এমন দাঁড়াল যে, ‘পাঠান’-এর জন্য বাংলা ছবি কিছু সিঙ্গল স্ত্রিনে জায়গা পাচ্ছে না।
সদ্য এক সংবাদমাধ্যমে কৌশিক গঙ্গোপাধ্যায় নিজের ছবির মুক্তি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘‘লোকে ভুল বুঝে বলেন, ওই হল আমার ছবি চালাচ্ছে না। এগজিবিটর এবং রিজিওনাল ডিস্ট্রিবিউটার, তাঁদের কোনও দোষ নেই। এই যে ‘পাঠান’ আসছে, প্রযোজনা সংস্থা থেকে বলে পাঠানো হয়েছে, যে যে সিঙ্গল স্ক্রিন আমাদের ছবি চালাবে, তাদের সবগুলো শো চালাতে হবে। অন্য কোনও ছবি চালাতে পারবে না। সাবটাইটালে বলা, রিজিওনাল ফিল্ম চালানো যাবে না। তাই বাংলাতে বাংলা ছবি চালানো যাচ্ছে না। গোটা প্যান্ডেমিকে এগজিবিটাররা বসিয়ে-বসিয়ে কর্মচারীদের রেখেছে। তাঁরা এই ক্ষতি বহন করতে পারবে না। তাঁরা উপায়হীন। তাঁদের হিন্দি ছবি চালাতেই হবে…ওদের সাহসটা হয় কীভাবে এটা বলার, যে আমাদের ছবিই চালাতে হবে, না হলে কোনও শো দেব না। অসহায় হয়ে গিয়েছে এগজিবটররা।’’
আরও পড়ুন: নতুন ছবি এলেই গাড়ি সেজে ওঠে সেই থিমে! 'বিশাহরুখ' আর রুচিই দেশের জবরা ফ্যান কাপল!
আরও পড়ুন: 'বয়কট পাঠান' হয়ে গেল 'বয়কট পাটনা'! হাসির রোল নেটদুনিয়ায়
পাশাপাশি কয়েকটি সিঙ্গল স্ক্রিনে এই শর্তে রাজি হয়নি বলে সেই হলে ‘পাঠান’ দেখানো হচ্ছে না। যেমন নবীনা, স্টার থিয়েটার ও অশোকা ‘পাঠান’-এর জায়গায় ‘প্রজাপতি’ ও ‘দিলখুশ’ দেখাতে চায়। এমতাবস্থায় শাহরুখ খানের একটি ফ্যান ক্লাব ‘ফ্যানস ক্লাব বেহালা’ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘অশোকা হলে পাঠান মুক্তি পাচ্ছে না। তাই আমাদের ইভেন্ট ‘ফাস্ট ডে ফাস্ট শো’ ২৫শে জানুয়ারি, বুধবার, বসুশ্রী হলে। সকাল ৮টা থেকে শুরু হবে প্রাক উদযাপন আর চলবে সকাল ৯টা ৪৫ অবধি। তাহলে এবার দেখা হবে হাজরা বসুশ্রী সিনেমা হলে। আমাদের সঙ্গে থাকবে ১১০০ শাহরুখ খান ফ্যানরা।’