মঞ্চে উপস্থিত ছিলেন সকলেই৷ উৎসব কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, এ বারের উৎসবের উদ্বোধনী ছবি অভিমান, প্রদর্শিত হবে ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ও রবীন্দ্র সদনে বিকেল সাড়ে পাঁচটার সময়৷ এ ছাড়া এই বছরে চলচ্চিত্র উৎসবে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্পোর্টস ফিল্মের উপরে৷ বিভাগটির নাম দেওয়া হয়েছে, গেম অন৷ সেখানে চক দে ইন্ডিয়া থেকে শুরু করে কোনি, বিভিন্ন খেলা বিষয়ক ছবি দেখানো হবে৷
advertisement
আরও পড়ুন: 'আমরা ডোবারম্যান, সাদা হাতি, পরাশ্রয়ী নই! সুদীপকে তুমুল আক্রমণ তাপসের, অস্বস্তিতে তৃণমূল
আরও পড়ুন: অস্বস্তিতে তৃণমূল, সুদীপ-তাপস দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই
২৮ তম চলচ্চিত্র উৎসবে মোট ৪২টি দেশের ১৮৩টি ছবি দেখানো হবে, যার মধ্যে রয়েছে ১৩০টি ফিচার ছবি এবং ৫২টি শর্ট ডকুমেন্টরি ছবি৷ ২৩১টি শো দেখানো হবে মোট ১০টি ভেন্যুতে৷ মোট ১৪টি আলাদা আলাদা বিভাগ রয়েছে৷ প্রতিযোগিতামূলক বিভাগে রয়েছে মোট ৬৬টি ছবি৷
এ বারে চলচ্চিত্র উৎসবের মূল কথা হচ্ছে, ‘বিশ্ব মেলে ছবির মেলায়’, ইংরাজিতে ‘Meet The World At The World of Cinema’৷ করোনা কালের একাধিক বাধা পেরিয়ে এ বার পুরোদমে চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে শহরে৷ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা প্রতি বছর এই উৎসবে আসেন ছবি দেখতে৷ এ বারেও দর্শকদের ঢল নামবে বলে মনে করা হচ্ছে৷ সেই কারণেই এ বার সিনেপ্রেমীদের উৎসাহ রয়েছে চরমে৷