হল জুড়ে তখন প্রবল চিৎকার৷ ভাইজানকে দেখার জন্য় উদগ্রীব গোটা প্রেক্ষাগৃহ৷ সেই উচ্ছ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চোখেমুখেও৷ সলমনের গাড়ি ঢুকতেই বলে উঠলেন ওয়েলকাম ওয়েলকাম। দিদির দিকে এগিয়ে গেলেন সলমনও। মুখ্য়মন্ত্রী নিজেই আলাপ করিয়ে দিলেন বাকিদের সঙ্গে৷
advertisement
আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি- স্পেন। সেই সঙ্গে স্পেশ্যাল ফোকাস কান্ট্রি- অস্ট্রেলিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছর ৩৯ টি দেশের মোট ২১৯ টি ছবি দেখানো হবে মোট ২৩ টি ভেন্যুতে। এরমধ্যে রয়েছে ১৬৯ টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যালের কিছু ছবি।
বলিউডের সুপারস্টার সলমনকে সংবর্ধনা দিলেন টলিউডের সুপারস্টার দেব। বলি তারকাদের পাশাপাশি বাংলা সিনেমার জগতে বহু দশক ধরে যাঁরা বিনোদনের রসদ জুগিয়ে আসছেন, তাঁদেরও সংবর্ধনা দেওয়া হল মঞ্চে। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্য়ায়কে শ্রদ্ধা জানাতে নিজের আসন ছেড়ে উঠে আসেন সলমন৷ আলাপ করেন৷ বাংলার মঞ্চে কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে আলাপ হয় বলি তারকার। তবে শাহরুখের না আসায় মন ভাল নেই কিং-খান ভক্তদের৷