আরও পড়ুনঃ ছাদনাতলায় সৌরভ-দর্শনা! কনের পরনে থাকবে শুধুই বেনারসি! বরের সাজে থাকবে নতুন ঝলক
শাহরুখ খান, বাংলার জামাই অমিতাভ বচ্চন ও মেয়ে জয়া বচ্চন চলতি বছর ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন না। শাহরুখ-অমিতাভকে দেখার জন্য প্রতিবছর দর্শকরা আগ্রহে থাকেন কিন্তু এবার তাঁদের ছাড়াই সম্পন্ন হল অনুষ্ঠান। উৎসবে বক্তব্য রাখতে গিয়ে কেন তাঁরা আসেননি সেই কথা সকলের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
তিনি বললেন, ‘এবছর শাহরুখ, অমিতাভজি এবং জয়াজি উপস্থিত থাকতে পারেননি। অনেকেই জিজ্ঞেস করেছেন কী এমন হয়েছে, কেন এলেন না তাঁরা? অমিতাভজির শরীর ঠিক নেই। এবং শাহরুখ মেয়ের ছবির প্রচারে শাহরুখ। তবে আগামীদিনে তাঁরা আবার আসবেন।’
প্রসঙ্গত, চলতি বছরের বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন-এ মুখ্যমন্ত্রী শাহরুখ খানের বদলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন। চলতি বছরে শাহরুখের ফিল্ম ফেস্টিভ্যালে অনুপস্থিতি সকলের মনে প্রশ্ন তৈরি করে। তবে, সেই প্রশ্নের উত্তর স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই দিয়ে দেন।