ছাদনাতলায় সৌরভ-দর্শনা! কনের পরনে থাকবে শুধুই বেনারসি! বরের সাজে থাকবে নতুন ঝলক

Last Updated:

১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে। তারই জোর প্রস্তুতি চলছে দুই পরিবারে। সূত্রের খবর, দর্শনা তাঁর বিয়ের দিন সব অনুষ্ঠানেই পরবেন বেনারসি।

ছাদনাতলায় সৌরভ-দর্শনা! কনের পরনে থাকবে শুধুই বেনারসি! বরের সাজে থাকবে নতুন ঝলক
ছাদনাতলায় সৌরভ-দর্শনা! কনের পরনে থাকবে শুধুই বেনারসি! বরের সাজে থাকবে নতুন ঝলক
কলকাতাঃ টলিউডে বিয়ের মরশুম। চলতি মাসের ১৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। পাত্র, টলিউডেরই অভিনেতা সৌরভ দাস। ‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। আর তারপর প্রেম।
১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে। তারই জোর প্রস্তুতি চলছে দুই পরিবারে। সূত্রের খবর, দর্শনা তাঁর বিয়ের দিন সব অনুষ্ঠানেই পরবেন বেনারসি। আধিবাস অনুষ্ঠানের সময় তসর বেনারসি, গায়ে-হলুদের সময় হলুদ বেনারসি এবং রিসেপশনের রাতে ফুসিয়া গোলাপি বেনারসিতে দেখা যাবে তাঁকে।
advertisement
advertisement
তবে, সূত্রের খবর বিয়ের দিন কাস্টমাইজ লাল বেনারসিতে যা দেখা যাবে কনেকে। দর্শনা বেনারসি শাড়ির ভক্ত। তাঁর বিয়ের লাল বেনারসি শাড়িতে খাঁটি রূপার জরির কাজ করানো হয়েছে। সূত্রের খবর, পাঁচ থেকে ছয় মাসেরও বেশি সময় লেগেছে শাড়িটি তৈরি করতে। অন‍্যদিকে, সৌরভ একটি কাঁথার কাজ করা তসর ধুতি এবং জামদানি ও কাঁথার কাজ করা একটি কুর্তা পরবেন। তাঁদের বিয়ে হবে রাত ৯ টায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ছাদনাতলায় সৌরভ-দর্শনা! কনের পরনে থাকবে শুধুই বেনারসি! বরের সাজে থাকবে নতুন ঝলক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement