Darshana Banik: বিয়ের পিঁড়িতে বসবেন দর্শনা, দূর থেকেই আইবুড়োভাতের খাবার পাঠাল প্রিয় সন্টু... পরিচয় জানলে চমকে যাবেন

Last Updated:
Darshana Banik: মেনুতে ছিল পোলাও, মটন, রুই মাছের কালিয়া, দই, রাবড়ি
1/6
 চলতি মাসের ১৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। পাত্র, টলিউডেরই অভিনেতা সৌরভ দাস। টলিউডে তিনি মন্টু পাইলট বলেই পরিচিত৷ জনপ্রিয় এই ওয়েব সিরিজটি বেশ হিট করেছিল৷
চলতি মাসের ১৫ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন মডেল-অভিনেত্রী দর্শনা বণিক। পাত্র, টলিউডেরই অভিনেতা সৌরভ দাস। টলিউডে তিনি মন্টু পাইলট বলেই পরিচিত৷ জনপ্রিয় এই ওয়েব সিরিজটি বেশ হিট করেছিল৷
advertisement
2/6
‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। আর তারপর প্রেম।
‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। আর তারপর প্রেম।
advertisement
3/6
সন্টু চারপেয়ে৷ তবে তার আচরণ মানুষের মতোই৷ সে টিভি দেখে, খেলা দেখে, বৃষ্টিতে ভেজে৷ বাংলাদেশের সন্টু ভারতে এলেই তাকে ঘিরে ভিড় জমে যায়৷ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ- সবাই ভিড় করে তাকে দেখতে৷ সন্টুকে খুবই ভালবাসেন সৌরভ-দর্শনা৷
সন্টু চারপেয়ে৷ তবে তার আচরণ মানুষের মতোই৷ সে টিভি দেখে, খেলা দেখে, বৃষ্টিতে ভেজে৷ বাংলাদেশের সন্টু ভারতে এলেই তাকে ঘিরে ভিড় জমে যায়৷ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ- সবাই ভিড় করে তাকে দেখতে৷ সন্টুকে খুবই ভালবাসেন সৌরভ-দর্শনা৷
advertisement
4/6
এর আগে বন্ধুবান্ধব আইবুড়ো ভাত খাওয়ান দর্শনাকে। নায়িকার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট নিজে হাতে এই রান্নাবান্না সেরেছেন। তারপর দর্শনাকে সারপ্রাইজ আইবুড়ো ভাত খাইয়েছেন।
এর আগে বন্ধুবান্ধব আইবুড়ো ভাত খাওয়ান দর্শনাকে। নায়িকার মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট নিজে হাতে এই রান্নাবান্না সেরেছেন। তারপর দর্শনাকে সারপ্রাইজ আইবুড়ো ভাত খাইয়েছেন।
advertisement
5/6
মেনুতে ছিল পোলাও, মটন, রুই মাছের কালিয়া, দই, রাবড়ি
মেনুতে ছিল পোলাও, মটন, রুই মাছের কালিয়া, দই, রাবড়ি
advertisement
6/6
১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে। তারই জোর প্রস্তুতি চলছে দুই পরিবারে।
১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে। তারই জোর প্রস্তুতি চলছে দুই পরিবারে।
advertisement
advertisement
advertisement