গানের কথা পাভেলের। সুর করেছেন রণজয় ভট্টাচার্য। সঙ্গীতায়োজনও তাঁর। গানের কথায় বাঙালির যাপন জড়িয়ে আছে। গীতবিতান, বাঙালির যুক্তি, সাঁতরাগাছি থেকে হুমায়ুন আহমেদের হিমু সব উঠে এসেছে গানের কথায়। গানের ভিডিওয় রয়েছে প্রেমের ছোঁয়াও।
তবে ছবির বিষয় নিয়ে এখনও বাঙালির মনে রয়েছে বিভীষিকাময় স্মৃতি। ২০১৬-র ৩১ মার্চ। রোজকার মতোই নিজের চলনে ব্যস্ত শহর কলকাতা। একই ব্যস্ততা শহর এবং শহর সংলগ্ন এলাকার আনাচে কানাচে। অন্যদিনের গতির মতোই গড়াচ্ছে বেলা। এমনই এক সাধারণ দিনেই হঠাৎ আর্তনাদে কেঁপে উঠেছিল গোটা বাংলা। হঠাৎই পোস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল সেদিন। সেই ভয়াবহ মুহূর্ত আজও বাঙালির স্মৃতিতে অক্ষত।
advertisement
আরও পড়ুন- সীতার চরিত্রের জন্য ১২ কোটি টাকা চেয়ে ট্রোলড! অবশেষে মুখ খুললেন করিনা
সেই দৃশ্য বড় পর্দায়। সেই বিপর্যয়ের ঠিক আগের মুহূর্ত কেমন ছিল? পরে কী হল? সব উঠে আসবে কলকাতা চলন্তিকা-য়। তিন দিনের শহর কলকাতার গল্প দেখা যাবে ছবিতে। ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে। এই প্রথম ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। জুটি বাঁধছেন দিতিপ্রিয়া রায় ও কিরণ দত্ত। এছাড়াও অভিনয় করেছেন সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী ও অনামিকা সাহা। পাভেল নিজেও অভিনয় করেছেন। আগামী ২৫ অগাস্ট বড় পর্দায় মুক্তি পাবে 'কলকাতা চলন্তিকা'।