TRENDING:

Kolkata Book Fair 2022: বইমেলায় ধৃত অভিনেত্রী অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন

Last Updated:

Kolkata Book Fair 2022 : শনিবার সন্ধেয় বিধাননগর থানার পুলিশ গ্রেফতার করে রূপাকে। কিন্তু কে এই অভিনেত্রী?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা বইমেলা (Kolkata Book Fair 2022) থেকে গ্রেফতার করা হয়েছে রূপা দত্ত (Rupa Dutta) নামে এক অভিনেত্রীকে। শনিবার সন্ধেয় বিধাননগর থানার পুলিশ গ্রেফতার করে রূপাকে। কিন্তু কে এই অভিনেত্রী? খবর প্রকাশ্যে আসার পর থেকে এই প্রশ্নই উঠছে। এই রূপা দত্ত একবার পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন।
বইমেলায় ধৃত অভিনেত্রী অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন
বইমেলায় ধৃত অভিনেত্রী অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন
advertisement

২০২০ সাল। এই অভিনেত্রী অভিযোগ করেন, অনুরাগ কাশ্যপ তাঁর যৌন হেনস্থা করেন। তাঁর অভিযোগ ছিল, ফেসবুকে একটি আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন অনুরাগ। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। তবে পরে দেখা যায়, সেই ব্যক্তি পরিচালক অনুরাগ কাশ্যপ নন। অনুরাগ নামেরই অন্য এক ব্যক্তি আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন।

সেই রূপা দত্তই ফের খবরে উঠে এসেছেন। ঘটনার সূত্রপাত গতকাল কলকাতা বইমেলায়। পুলিশ সূত্রে খবর, শনিবার বইমেলায় (Kolkata Book Fair 2022) যখন পুলিশ টহল দিচ্ছিল, সেই সময় এক পুলিশ আধিকারিক লক্ষ্য করেন, এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছে। সেই সময় তার কাছে জানতে চাওয়া হয়, তিনি এই ব্যাগ ফেলে কোথায় যাচ্ছেন? কিন্তু তার সদুত্তর দিতে না পারায় পুলিশের সন্দেহ হয়।

advertisement

আরও পড়ুন- ভেঙে পড়েছিলেন, মনোবিদের সাহায্য নিতে হয়! কী হয়েছিল জ্যাকলিনের

ফলে তার সেই ব্যাগের তল্লাশি করা হয়। দেখা যায়, ওই ব্যাগের মধ্যেই রয়েছে অনেকগুলি মানিব্যাগ। তার মধ্যে প্রচুর টাকাও রয়েছে। তখন পুলিশের সন্দেহ হওয়ায় বিধান নগর উত্তর থানায় মহিলাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু এতগুলো মানিব্যাগ তার কাছে কীভাবে এল, তার সদুত্তর দিতে পারেনি তিনি। অবশেষে জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেন, মহিলা বিভিন্ন মেলায় , বড় অনুষ্ঠানে, জনবহুল জায়গায় ঘুরে ঘুরে কেপমারি করত। তার ব্যাগ থেকে গতকাল প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার হয়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kolkata Book Fair 2022: বইমেলায় ধৃত অভিনেত্রী অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল