Jacqueline Fernandes: ভেঙে পড়েছিলেন, মনোবিদের সাহায্য নিতে হয়! কী হয়েছিল জ্যাকলিনের

Last Updated:

Jacqueline Fernandes:অভিযুক্ত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোর পরে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী।

ভেঙে পড়েছিলেন, মনোবিদের সাহায্য নিতে হয়! কী হয়েছিল জ্যাকলিনের
ভেঙে পড়েছিলেন, মনোবিদের সাহায্য নিতে হয়! কী হয়েছিল জ্যাকলিনের
#মুম্বই: বিগত কয়েক দিনে প্রায়ই খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandes)। বিশেষ করে অভিযুক্ত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোর পরে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী। এখনও সেই প্রসঙ্গেই খবরে প্রায়ই উঠে আসেন তিনি। তবে পাশাপাশি আসন্ন ছবি বচ্চন পান্ডে-র প্রচারও করছেন জ্যাকলিন।
সম্প্রতি শিল্পা শেট্টির চ্যাট শো শেপ অফ ইউ-তেও দেখা গিয়েছে জ্যাকলিনকে (Jacqueline Fernandes)। সেখানেই তিনি বলেন যে, দেশে করোনার জেরে প্রথম লকডাউনের সময়ে তিনি মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিলেন। ফলস্বরূপ মনোবিদের সাহায্য নিয়েছিলেন তিনি। জ্যাকলিন জানান, এই সময়টায় তিনি একাকিত্বে ভুগতেন।
advertisement
advertisement
জ্যাকলিন (Jacqueline Fernandes) শিল্পাকে বলছেন, "২০২০তে মহামারী শুরু হওয়ার ঠিক পরের কথা বলছি। আমার মনে হয় এই অবস্থার মধ্যে দিয়ে অনেকেই গিয়েছেন। মানুষ জানত না তাদের সঙ্গে কী হচ্ছে। সংশয়, উদ্বেগের মধ্যে দিন কাটছিল তাঁদের। বহু মানুষ চাকরি হারিয়েছিল। বহু মানুষ প্রিয়জনদের হারিয়েছেন। আমি বুঝেছিলাম, আমায় সম্ভবত একাকিত্ব গ্রাস করছে। "
advertisement
জ্যাকলিন আরও বলছেন, "শহরে এমন বহু মানুষ একা থাকে। এদের সঙ্গে পরিবার থাকে না। দিনের শেষে তাঁদের সঙ্গে কথা বলার মতো কেউ থাকে না। আমি ব্যক্তি হিসেবে, নিজের সমস্যার কথা মানুষকে বলতে পছন্দ করি না। আমি কিছু বলতে চাই না যা দেখে মানুষের দুঃখ হয় বা অবসাদগ্রস্ত মনে হয়।"
এই সময়ে একাকিত্বে ভুগলেও বন্ধু বা পরিবারের কাছে এসব কিছু বলেননি তিনি। তবে মনোবিদের সাহায্য নিয়েছিলেন। তিনি বলছেন, "আমি সাহায্য নিয়েছিলাম এবং দারুণ একজন মনোবিদের সাহায্য নিই। বেশ কিছুদিন থেরাপি হয়েছে আমার।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline Fernandes: ভেঙে পড়েছিলেন, মনোবিদের সাহায্য নিতে হয়! কী হয়েছিল জ্যাকলিনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement