আরও পড়ুনঃ অস্কারে বড় ধামাকা! স্বাধীন এন্ট্রি-তে ‘12th ফেল’ সঙ্গে ৫০ কোটির ঘরে ছবিটি
বলিউডের গুঞ্জন সত্যি হলেও হতে পারে। কিছুই বলা যায় না। কাজল যে ভাবে ধমক দিয়েছেন করণকে, বলেছেন অপেশাদারের মতো খুব খারাপ কথা, তাতে তা কিছুটা হলেও প্রমাণ হচ্ছে তো বটেই। কফি উইথ করণ সিজন ৮-এর পরবর্তী পর্বে যে হট সিটে দেখা যাবে কাজল আর রানি মুখোপাধ্যায়কে, তা আমরা অনেকেই এত দিনে জেনে ফেলেছি নানা খবরের সৌজন্যে, দেখে ফেলেছি সেই পর্বের প্রোমোও। সেখানেই কাজল আর করণের মধ্যে তুমুল ঝগড়া লাগিয়ে দিয়েছেন রণবীর, কাজলের হাত-পা ছোঁড়া, শো থেকে বেরিয়ে যেতে চাওয়ার মতো নানা গুরুতর ঘটনাও ঘটেছে সেই সূত্রে।
advertisement
শো শুরুর আগে শুধু রণবীরের একটা কল রিসিভ করেছিলেন করণ। আর তাতেই রেগে লাল হয়ে যান কাজল। অপেশাদার বলে যেমন ধমক দেন, তেমনই রাগারাগিও করেন। রানি যখন জানতে চান কেন এরকম করছেন, কাজল বলেন যে বিষয়টা মোটেও সামান্য নয়, তাঁরা এখানে শো শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন, আর করণ কি না রণবীরের সঙ্গে ফোনে কথা বলে সময় নষ্ট করছেন! করণের লাজুক মুখে সাফাই- ‘রণবীরকে খুব হট দেখতে লাগছিল যে!’
ব্যাপারটা বেশ ঘোরালো কিন্তু, যে যা-ই বলুন। কাজলই বা কেন রাগছেন, রণবীরই বা কথায় কথায় কেন কল করছেন কে জানে! দেখা যাক, কোথাকার জল শেষ পর্যন্ত কোথায় গড়ায়!