এই এপিসোডে সেলেব্রিটিদের বিয়ে নিয়ে কথা বলেন করণ। আর তখনই ওঠে ক্যাটরিনা ও দীপিকার কথা। করণ বরাবরই বলে এসেছেন, তিনি বিয়ে করতে ইচ্ছুক নয়। তবে একটি কারণের জন্য তিনি বিয়ে করতে চান। তাহলে কি করণ কি কোনও সম্পর্কে আছেন? না প্রেমের জন্য নয়। অন্য একটি কারণে বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
advertisement
করণ ঠিক করেছেন, বিয়ে করলে তিনি সবাইকে নিমন্ত্রণ না করার সুযোগ পাবেন। বিশেষ করে যাঁরা নিজেদের বিয়েতে নিমন্ত্রণ করেননি, তাঁদের করণও নিমন্ত্রণ করবেন না বলে জানান। কারণ বলিউডে সবাই এখন প্রাইভেট এবং ডেস্টিনেশন ওয়েডিং করছেন। তাই করণের খুব আক্ষেপ। তাই নিজেদের বিয়েতেও খুব কম অতিথিদের আমন্ত্রণ জানাবেন তিনি।
আরও পড়ুন- দিশার সঙ্গে ব্রেক আপ হতে না হতেই নতুন প্রেম? আকাঙ্ক্ষ্যার সঙ্গে টাইগারের গুঞ্জন
যদিও করণ কারও নাম নেননি। কিন্তু নেটিজেনদের দাবি, করণ দীপিকা ও ক্যাটরিনার সম্পর্কেই এমন বলছেন। দীপিকা-রণবীর ও ক্যাটরিনা-ভিকি দুইজনই ডেস্টিনেশন ওয়েডিং করেছেন। একজন লেক কোমো, আর একজন মাধোপুর। খুব ব্যক্তিগত পরিসরে বিয়ে করেছেন দুই জুটিই। আর সেটাই করণের মনে বেশ দুঃখ দিয়েছে।
বিয়ে নিজে না করলেও, করণ বিয়ে বিষয়টিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে তাঁর ছবিতে। তাঁর ছবিতে বিয়ে মানেই জমকালো লেহেঙ্গা, বিয়ের গান আর তুমুল হইচই। আর সেই করণই বাদ পড়েছেন বলিউড ডিভাদের বিয়ের অনুষ্ঠান থেকে। তাই সেই আক্ষেপ প্রকাশ করেছেন করণ।
