এই শোতে রণবীর সিং ও আলিয়া আসার কারণ করণের পরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'! নিজের শো থেকেই মজার ছলে শুরু হল প্রোমোশন। তবে এবার এই শোতে র্যাপিড ফায়ারে উঠে এল শাহরুখ খানের নাম। জোহর ও খানের বন্ধুত্ব তো আজ থেকে নয়। সেই 'দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'-রও আগে থেকে। করণের রোমান্টিক হিরো মানেই রাহুল ওরফে শাহরুখ। যদিও শাহরুখ এখন আর রাহুল সাজতে পারবেন না বলেন। কিন্তু সে কথা মানতে নারাজ করণ জোহর। তাঁর কথায় শাহরুখ চীরকাল 'রাহুল' সাজতে পারবে! যত বয়স হোক না কেন! ও তো জন্ম থেকেই প্রেমিক! ওটাই ওর সেরা চরিত্র।"
advertisement
অন্যদিকে করণ জোহরকে প্রশ্ন করা হয়, যদি আপনি সাংবাদিক হতেন, তবে শাহরুখ খানকে কি প্রশ্ন করতেন? এবার কিছুক্ষণের জন্য চুপ করে যান করণ। তারপর বলেন, আমি একটাই প্রশ্ন করতাম তোমার এই অতি সক্রিয় মাথাটাকে কী ভাবে শান্ত রাখো বা কন্ট্রোল করো?" এ কথা সত্যি শাহরুখ খান ভালো অভিনেতার সঙ্গে সঙ্গে একজন দারুণ ভালো বিজনেসম্যান। তা তাঁর মেপে জীবন যাপন দেখলেই বোঝা যায়! সব সময় শাহরুখ নিজেকে ভীষণ সামলে চলেন। আর ঠিক এই কারণেই তিনি সেরার সেরা!