TRENDING:

Koel Mallick: অভিনেত্রীর প্রোফাইলেও এ বার ইয়াসত্রাণের সন্ধান

Last Updated:

কোয়েল মল্লিকের প্রোফাইলেও ইয়াস-ত্রাণের খোঁজ ৷ শুক্রবার তিনি পোস্ট করেছেন একটি আবেদন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : এ বার কোয়েল মল্লিকের প্রোফাইলেও ইয়াস-ত্রাণের খোঁজ ৷ শুক্রবার তিনি পোস্ট করেছেন একটি আবেদন ৷ সেখানে বলা হয়েছে, আগামী রবিবার ৬ জুন উপকূলবর্তী এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷ মূলত নিয়ে যাওয়া হবে জামাকাপড় ৷ সঙ্গে থাকবে চিঁড়ে, গুঁড়ো দুধের মতো শুকনো খাবার ৷ নিয়ে যাওয়া হবে সাবান, স্যানিটরি ন্যাপকিনের মতো অতি প্রয়োজনীয় সামগ্রীও ৷
advertisement

নেটিজেনদের কাছেও ওই পোস্টে সাহায্য চাওয়া হয়েছে ৷ বলা হয়েছে কারওর বাড়িতে পুরনো জামাকাপড় থাকলে তা দেওয়া যাবে ৷ ত্রাণে দেওয়া যাবে শুকনো খাবার এবং সাবান ও স্যানিটরি ন্যাপকিনে মতো জিনিসগুলিও ৷

ইতিমধ্যেই টলিউডের বহু তারকা সামিল কোভিড ও ইয়াস ত্রাণে ৷ সৃজিত মুখোপাধ্যায় প্রথম থেকেই তাঁর ফেসবুক প্রোফাইলে শেয়ার করছেন জরুরি তথ্য ৷ কোমর বেঁধে ত্রাণে সামিল হয়েছেন যিশু সেনগুপ্তও ৷ দেব, মিমির মতো তারকা সাংসদও এই দুঃসময়ে সফল তাঁদের জনপ্রতিনিধি ভাবমূর্তিতে ৷ ভাস্বর চট্টোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, সৌগত বন্দ্যোপাধ্যায়রা রোজই কোনও না কোনও ভাবে ত্রাণ বিলি করছেন ৷

advertisement

কুশীলবদের পাশাপাশি অতিমারিতে অন্য ভূমিকায় দেখা গিয়েছে সঙ্গীতশিল্পীদেরও ৷ ইমন চক্রবর্তী, রূপম ইসলামের মতো শিল্পীরা তো নজির তৈরি করেছেন ৷ দেবজ্যোতি মিশ্র পথে নেমেছেন আর্ত ও বিপন্নদের পাশে দাঁড়াতে ৷  অনীক ধর উদ্যোগ নিয়েছেন কোভিড আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছ দিতে ৷ লোপামুদ্রা মিত্র উদ্যোগী হয়েছেন গান-আড্ডা-গল্পে কোভিডরোগীদের মন ভাল করতে ৷ বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় একটি ওয়েবসাইট শুরু করেছেন কোভিড মোকাবিলার সব তথ্য একত্রিত করে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তারকাদের নতুন রূপে পেয়ে এই মলিন সময়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন সাধারণ মানুষ ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Koel Mallick: অভিনেত্রীর প্রোফাইলেও এ বার ইয়াসত্রাণের সন্ধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল