সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। যিনি এই রহস্যের জট ছাড়াবেন ধীরে ধীরে। সঙ্গে তাঁর অ্যাসিস্ট্যান্ট মুস্তাক।
দ্বিতীয় নারীকে (নিশা) নিয়ে এক দম্পতির (আদিত্য এবং শর্মিলা) বিবাদ, তার পর স্ত্রীর মৃত্যু। হত্যা। কে করল এই খুন? স্বামী? নাকি দ্বিতীয় নারী? নাকি দু'জনে মিলেই?
advertisement
প্রাথমিক ভাবে হত্যায় সফল হয়নি খুনি। কোমায় থাকাকালীন এই খুনের তদন্ত শুরু হয়। তা সত্ত্বেও নলিনীর কাছে খুনির নাম উল্লেখ করতে পারেনি শর্মিলা। তার মৃত্যুর পরে কি তবে খুনির হদিশ করতে পারবে না ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী ওরফে রজতাভ?
টানটান এই গল্পে রজতাভ ছাড়াও রয়েছেন মিশকা হালিম। 'মহানায়ক' ধারাবাহিক থেকে জনপ্রিয়তা তুঙ্গে ওঠে এই মঞ্চাভিনেতার। এ ছাড়াও সুব্রত দত্ত, রূপসা চট্টোপাধ্যায় এবং গৌতম সরকারের মতো তাবড় তাবড় তারকারা রয়েছেন বাকি গুরুত্বপূর্ণ চরিত্রে।
আরও পড়ুন: কোন বলি তারকাদের সঙ্গে হিন্দি ডেবিউ বাংলার নায়ক যশের, দেখুন 'ইয়ারিয়া ২'-এর কাস্ট
গল্প লিখেছেন পরিচালক সৌমিক এবং অয়ন। চিএনাট্য সংলাপের দায়িত্বে ছিলেন রুদ্র। আর্কাদিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ পেয়েছে সম্প্রতি। এবার অপেক্ষা সিরিজের মুক্তির।