TRENDING:

Inspector Nalinikanto: বহু দিন পর আবার মিশকা হালিম, সঙ্গে 'নলিনীকান্ত' রজতাভ, আসছে নতুন সিরিজ

Last Updated:

টানটান এই গল্পে রজতাভ ছাড়াও রয়েছেন মিশকা হালিম। 'মহানায়ক' ধারাবাহিক থেকে জনপ্রিয়তা তুঙ্গে ওঠে এই মঞ্চাভিনেতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আসছেন নলিনী কুন্ডু। সঙ্গে আনছেন রহস্য। খুন, রোমাঞ্চ, অ্যাকশন, প্রেম, পরকীয়া, দাম্পত্যের টানাপড়েন। এই নিয়েই ক্লিক ওটিটি-তে নতুন ওয়েব সিরিজ ইনস্পেকটর নলিনীকান্ত।
advertisement

সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। যিনি এই রহস্যের জট ছাড়াবেন ধীরে ধীরে। সঙ্গে তাঁর অ্যাসিস্ট্যান্ট মুস্তাক।

আরও পড়ুনষোলোআনা বাঙালিয়ানা! বাঙাল-ঘটির জিভে জল! রান্নাঘরের গপ্পো নিয়ে ফের বাংলা টেলিভিশনে সুদীপ্তা চক্রবর্তী!

দ্বিতীয় নারীকে (নিশা) নিয়ে এক দম্পতির (আদিত্য এবং শর্মিলা) বিবাদ, তার পর স্ত্রীর মৃত্যু। হত্যা। কে করল এই খুন? স্বামী? নাকি দ্বিতীয় নারী? নাকি দু'জনে মিলেই?

advertisement

প্রাথমিক ভাবে হত্যায় সফল হয়নি খুনি। কোমায় থাকাকালীন এই খুনের তদন্ত শুরু হয়। তা সত্ত্বেও নলিনীর কাছে খুনির নাম উল্লেখ করতে পারেনি শর্মিলা। তার মৃত্যুর পরে কি তবে খুনির হদিশ করতে পারবে না ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী ওরফে রজতাভ?

advertisement

টানটান এই গল্পে রজতাভ ছাড়াও রয়েছেন মিশকা হালিম। 'মহানায়ক' ধারাবাহিক থেকে জনপ্রিয়তা তুঙ্গে ওঠে এই মঞ্চাভিনেতার। এ ছাড়াও সুব্রত দত্ত, রূপসা চট্টোপাধ্যায় এবং গৌতম সরকারের মতো তাবড় তাবড় তারকারা রয়েছেন বাকি গুরুত্বপূর্ণ চরিত্রে।

advertisement

আরও পড়ুন: কোন বলি তারকাদের সঙ্গে হিন্দি ডেবিউ বাংলার নায়ক যশের, দেখুন 'ইয়ারিয়া ২'-এর কাস্ট

গল্প লিখেছেন পরিচালক সৌমিক এবং অয়ন। চিএনাট‍্য সংলাপের দায়িত্বে ছিলেন রুদ্র। আর্কাদিয়া এন্টারটেইনমেন্ট প্রযোজিত ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ পেয়েছে সম্প্রতি। এবার অপেক্ষা সিরিজের মুক্তির।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Inspector Nalinikanto: বহু দিন পর আবার মিশকা হালিম, সঙ্গে 'নলিনীকান্ত' রজতাভ, আসছে নতুন সিরিজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল