স্ত্রীকে নিয়ে হোটেলে ডিনার করতে গিয়েছিলেন তিনি। সে সময়েই ফোন আসে কেকে-র ম্যানেজারের। হাউ হাউ করে কাঁদছেন তিনি। মুখে একটাই কথা 'কেকে নেই!' বিশ্বাস হয়নি জিতের। সঙ্গে সঙ্গে ছুটে আসেন হাসপাতালে। দীর্ঘ দিনের বন্ধু কলকাতায় গান গাইছে জানতেন জিৎ। কিন্তু এভাবে চলে যাবেন স্বপ্নেও ভাবেননি তিনি। জিৎ গঙ্গোপাধ্যায় জানান, " গাড়িতে যেতে যেতে ও বার বার নজরুল মঞ্চের খারাপ এসি নিয়ে কমপ্লেন করেছে।" তিনি আরও বলেন, " কেকে এমন একটা মানুষ, যে নিজের শরীর খারাপ, এই কথাটা কখনও বলে না। যত অসুবিধাই থাক না কেন, রিহার্সাল শেষ ও করবেই। সে এই অভিযোগ করছে। ভাবা যায় না ওকে কী সহ্য করতে হয়েছিল।" শেষ বারের মতো বন্ধুর হাত ধরেছিলেন জিৎ।
advertisement
আরও পড়ুন: 'তোমার গলা ভগবানের দান!' গুরুকুলে কেকে-র স্মৃতি বিজড়িত অরিজিৎ সিং! ভাইরাল ভিডিওতে চোখ ভিজবে
জিৎ জানান, "কেকে-র হাত ধরে মনে হচ্ছিল, এই তো ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিচ্ছে। এখুনি উঠে পড়বে। বলবে পরের কাজটা শুরু করা যাক। কোথায় কী! সব শেষ হয়ে গেল।" কিছুতেই চোখের জল বাঁধ মানছিল না জিৎ গঙ্গোপাধ্যায়ের।