KK Death: 'তোমার গলা ভগবানের দান!' গুরুকুলে কেকে-র স্মৃতি বিজড়িত অরিজিৎ সিং! ভাইরাল ভিডিওতে চোখ ভিজবে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
KK Death: গুরুকুলে জেতা হয়নি অরিজিৎ সিংয়ের! সেদিন বিচারকের আসনে ছিলেন কেকে! কিন্তু সে সময়েই আরিজিতের জীবনের সব থেকে সত্যি কথাটা বলে দিয়েছিলেন কেকে! আজও চোখে জল আসবে ভিডিও দেখলে!
#কলকাতা: ২০০৫ সাল। মুর্শিদাবাদের এক তরতাজা ছেলের চোখে তখন স্বপ্ন। মনে প্রাণে গলায় শুধু গান। ১৮ বছরের সেই যুবকই আজকের অরিজিৎ সিং। ফেম গুরুকুলে গানের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। সে বছর সকলের চোখ আটকে ছিল মুর্শিদাবাদের ছেলের দিকে। কিন্তু গানের লড়াই জেতা হয়নি তাঁর। রূপরেখা সে বছর জয়ী হন। ফিরে আসেন অরিজিৎ সিং। তৃতীয় হয়েছিলেন তিনি। তবে জিতেছিলেন হাজার হাজার মানুষের মন। সে সময় মঞ্চে বিচারকের আসনে ছিলেন কেকে। সঙ্গে গুলজার থেকে শুরু করে আরও অনেকে।
কলকাতায় গান করতে এসে শেষ পরিণতি হল কেকে-র। বুকে ব্যথা সহ্য করেও শেষ গান গেয়েছেন কেকে। এমন কজন পারেন। আজ শিল্পীর মৃত্যুতে চোখে জল গোটা দেশবাসীর। সোশ্যাল মাধ্যমে কোটি কোটি পোস্ট। বলিউড থেকে টলিউডে শোরগোল। এভাবে কী করে শেষ হয়ে যেতে পারে একটা গোটা যুগ? তাও এই রকম পারফর্মেন্সের পরে! মানতে পারছেন না কেউই। মানতে পারেননি আজকের অরিজিৎ সিংও। ট্যুইটারে তুলে ধরেছেন ২০০৫ সালের কেকে-বিজরিত স্মৃতি।
advertisement
This video hits so different now! #KK telling Arijit Singh how different singer he is and he has another stage to perform and then Arijit singing KK's song at his concert. Literally numb.#RIPKK pic.twitter.com/pDknqZ08nD
— Arijit Singh Updates (@ArijitUpdates) May 31, 2022
advertisement
advertisement
সেই ভিডিও এখন ভাইরাল। অরিজিতের ফ্যান পেজ থেকে বার বার শেয়ার করা হচ্ছে। সেখানে দেখা যাচ্চে প্রতিযোগিতায় না জিতেও সকলের মন জয় করেছেন অরিজিৎ। হাউ হাউ করে কাঁদছেন ১৮-র অরিজিৎ। মঞ্চে তখন কেকে। সেদিন কেকে-ই বলেছিলেন অরিজিতকে, "যে এই মঞ্চ তোমার নয়। চোখের জল ফেলো না। তোমার জন্য অপেক্ষা করে আছে গোটা পৃথিবী।"
advertisement
সত্যিই সেদিনের সেই কথা কী ভাবে সত্যি হয়েছিল। তা হৃদয় দিয়ে বুঝেছেন সকলে। অরিজিৎ এখন সেরা গায়কদের একজন। তাঁর গলার জাদুতে মেতে গোটা বিশ্ব। মঞ্চে কেকে-র সঙ্গে এক সঙ্গে গান করেন অরিজিৎ সিং। ফেম গুরুকুলের এরে যাওয়া মঞ্চ থেকে বিশ্বের মঞ্চে এসে দাঁড়ালেন কেকে-অরিজিৎ। আজ কেকে-র মৃত্যুতে বার বার ফিরে আসছে সেই স্মৃতি। কেন এভাবেই চলে যেতে হয়? কেন যেতে হয়? এর উত্তর আর কখনই আসবে না! গান ফিরে ফিরে আসবে বার বার!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2022 2:55 PM IST