সেই সঙ্গে ভাগ করে নিলেন কেকের সঙ্গে জড়িয়ে থাকা নানা গল্প স্মৃতি। কেকে -কে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পাশাপাশি এই অনুষ্ঠানে আরেকটি মহৎ উদ্দেশ্য ছিল। জন্মদিনে অনগ্রসর শিশুদের হার্ট সার্জারির পাশে থাকলেন কেকে। ২৩ অগাস্ট কেকে-এর জন্মদিন | এই প্রথম জন্মদিন যেখানে শিল্পী সশরীরে অনুপস্থিত। কিন্তু তাঁর গান, সৃষ্টি রয়ে গিয়েছে। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পী প্রয়াত হন।
advertisement
আরও পড়ুন: হুমকি চিঠি নিয়ে বিচারকের কাছেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল, তোলপাড় পড়ল বাংলায়
সারা দেশে খবরটা ছড়িয়ে পড়তে বেশ আলোড়ন সৃষ্টি হয়। এই শহরেই তাঁর জীবনের শেষ কনসার্টের সাক্ষী হয়ে রইল। তাই হৃদয়ের অসুখের কথা বলতে, হৃদয়ার এই বিশেষ নিবেদন। এরকম আরও শিশুর যেন অকালে চলে যেতে না হয়, হৃদয়কে সুস্থ করে তোলার এই প্রচেষ্টায় শারীরিক ভাবে চলে গিয়েও যেন এমন অনেক অভাবী পরিবারের পাশে থাকলেন কেকে, তাঁরই সৃষ্টিতে। তাঁর হৃদযন্ত্র থেমে গেলেও এমন অনেক মনে তাঁর উপস্থিতি ধরা দেবে।
আরও পড়ুন: ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক, বাগদায় চাঞ্চল্য
কেকে-র স্মরণে এই অনুষ্ঠানে গান গাইলেন উষা উত্থুপ( পল), সপ্তক ভট্টাচার্য(আলভিদা), দেবজিৎ সাহা(ক্যায়া মুঝে প্যায়ার হ্যাঁ), দুর্নিবার সাহা (দিল খুদগর্জ হ্যাঁ) , গৌরব সরকার(আসিয়ানা), শোভন গাঙ্গুলী(তু হ্যাঁ আসমান মেঁ),,নীহারিকা নাথ( দিল কিউ ইয়ে মেরা), জয় ভদ্র(ফিরতা রহা) এর মতো বিশিষ্ট শিল্পীরা। টিকিট থেকে প্রাপ্ত অর্থে হবে অভাবী শিশুদের হার্ট সার্জারি। সংস্থার পক্ষে সুরজিৎ কালা বললেন," রোটারি ক্লাব অফ ওল্ড সিটি এর এই উদ্যোগে এখানো পর্যন্ত চুয়াল্লিশ জন বাচ্ছাদের হার্ট সার্জারি হয়েছে। তারা সুস্থ আছেন। কেকে এর স্মরণে এই অনুষ্ঠানেও খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে যা আরো কিছু বাচ্চাদের সেরে উঠতে সাহায্য করবে।" কেকে-এর হৃদয়ের স্পন্দন অনেক শিশুর মনে ধ্বনিত হোক এই উদ্যোগের এটাই মূল লক্ষ্য ছিল।