বক্সঅফিসে কি রেকর্ড গড়তে পারবে সলমনের ছবি 'কিসি কি ভাই কিসি কা জান', তা নিয়েই জোরদার চর্চা চলছে। ছবির শুরুটা খুব ভাল না হলেও ইদের দিন থেকেই ব্যবসা বেড়েছিল৷ তবে ৮ দিনে এসেও বক্সঅফিসে লক্ষ্মীলাভ হল না৷ রিপোর্ট বলছে, 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি প্রথম দিনে ১৫ কোটির ব্যবসা করেছে ৷ দ্বিতীয় দিনে ২৫ কোটি টাকা আয় করেছে৷ তৃতীয় দিন ঝুলিতে এসেছিল ২৬ কোটি টাকারও বেশি৷ তবে চতুর্থ দিনে মাত্র ১০.১৭কোটি আয় করেছিল৷ তারপর থেকে ছবির আয় আরও কমতে শুরু করেছে৷ পঞ্চম দিনে ছবির আয় ৬.১২ কোটি টাকা, ষষ্ঠ দিনে ছবির আয় কমে দাঁড়ায় ৪.২৮ কোটি টাকা৷ সপ্তম দিনে ছবির আয় ৩.৫৪ কোটি টাকা এবং অষ্টম দিনে আয় হয়েছে মাত্র ২.৫০ কোটি টাকা৷ যত দিন যাচ্ছে ততই যেন ছবির আয় কমতে শুরু হয়েছে৷ সব মিলিয়ে এই ৮ দিন সলমনের ছবির মোট আয় হয়েছে ৯৪.৭৮ কোটি টাকা৷
advertisement
আরও পড়ুন-সেলফি না তুলতেই আটক! শ্রীনগর এয়ারপোর্টে আসতেই হাল খারাপ হল শাহরুখের,ভাইরাল ভিডিও
আরও পড়ুন-বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন ঋতাভরী ও তথাগত, প্রকাশ্যে এল আসল সত্য
সলমনের ছবি যেভাবে বক্স অফিসে লক্ষ্মীলাভ করে, সেই তুলনায় 'কিসি কি ভাই কিসি কা জান' অনেকটাই পিছিয়ে রয়েছে৷ মাল্টিপ্লেক্সে ছবির আয় অনেকটাই কমেছে৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল, ততটা পূরণ হল না এবার৷ তবে শনিবার ও রবিবার ছবির আয় কিছুটা হলেও বাড়বে বলে মনে করছেন৷ ছবির আয় বাড়লে ১০০ কোটির ঘরে পৌঁছবে এই ছবি৷ রিপোর্ট বলছে, সলমন খানের সিনেমা বিশ্ববাজারে ১৫০ কোটি পেরিয়ে গেছে৷ 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেও বছর শেষে টাইগার ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিরবেন ভাইজান৷ আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা৷