'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি প্রথম দিনে ১২-১৫ কোটি ব্যবসা করেছে ৷ যা কিনা সলমনের ছবির নিরিখে আশানুরূপ নয়৷ প্রাথমিক ট্রেন্ড বলছে, সলমন খানের গত দশ বছরের মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে প্রথম দিনের ব্যবসার নিরিখে সবচেয়ে খারাপ এই ছবির বক্স অফিস কালেকশন৷ তবে শনিবার ইদের দিন এবং আজ রবিবার ছুটির দিনে ছবির ব্যবসা ভাল হবে বলেই মনে করা হচ্ছে৷ রিপোর্ট বলছে দ্বিতীয় দিনে 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি ২৩-২৪ কোটি টাকা আয় করেছে৷ সব মিলিয়ে দুদিনে ছবিটি ৩৯-৪০ কোটি টাকা আয় করেছে৷ যা গতকালের থেকে অনেকটাই বেশি। তৃতীয় দিনে কি রেকর্ড করতে পারবেন ভাইজান, তা নিয়েই চর্চা তুঙ্গে৷
advertisement
আরও পড়ুন- 'প্রাইড অব বেঙ্গল' পুরস্কার জিতলেন মিমি, সম্মানিত হয়ে কী বললেন টলি নায়িকা
আরও পড়ুন-হাত জোর করে ইদের শুভেচ্ছা, 'মন্নত'-এর বাইরে শাহরুখকে দেখতে উপচে পড়া ভিড়
সলমন মানেই বক্স অফিস হিট৷ তার শেষ দুই ছবি 'রাধে', এবং 'অন্তিম:দ্য ফাইনাল ট্রুথ' ছবিটি সেইভাবে বক্স অফিসে সাফল্য আনতে পারেনি৷ এই ছবি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ ছবি মুক্তির দ্বিতীয় দিনে সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবির আয় একলাফে অনেকটাই বেড়ে গেল৷ চার বছর পর সলমনের বড়পর্দায় কামব্যাক বুঝিয়ে দিল তিনি থামবার পাত্র নন। দ্বিতীয় দিনের ব্যবসার পর ফিল্ম সমালোচকদের একাংশের দাবি, সলমনের এই ছবি ১০০ কোটির গন্ডি পার করে ফেলবে শীঘ্রই৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল, ততটা কি পূরণ করতে পারবেন সলমন, এখন এটাই প্রশ্ন উঠছে৷