সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিরণ জানান, ‘লগান’ ছবির শ্যুটিংয়ের সময় আমিরের সঙ্গে তেমন কোনও কথাই হয়নি তাঁর। স্পষ্ট করে জানান যে, ২০০৪ সালে ডেটিং শুরু হয় তাঁদের। প্রসঙ্গত আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি মুক্তির তিন বছর পরের ঘটনা এটি!
আরও পড়ুন: ‘জওয়ান-পাঠান’ ম্যাশআপে নয়া অবতারে ধরা দিলেন শাহরুখ! রেড কার্পেটেও দিলেন চমক
advertisement
কিরণের কথায়, “বহু মানুষ ভাবেন যে, আমির এবং আমার সম্পর্ক সেই ‘লগান’ ছবির সময় থেকেই। অথচ এই ভাবনাটা একেবারেই ঠিক নয়। ‘স্বদেশ’ ছবির সময় থেকেই আমির এবং আমার যোগাযোগ। সেই সময় ‘মঙ্গল পাণ্ডে’-র শ্যুটিং করছিলেন আমির। আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কোক-এর জন্য দু’টি বিজ্ঞাপনের কাজ করেছিলাম। আর এখান থেকেই আমার আর আমিরের মধ্যে ফের যোগাযোগ তৈরি হয়। ‘লগান’ ছবির ৩-৪ বছর পর আমার সঙ্গে সেরকম যোগাযোগই ছিল না। আসলে ‘লগান’ ছবির সময় আমার সঙ্গে সেরকম ভাবে আমিরের কোনও কথাই হয়নি। মজার বিষয় হল, সেই সময় আমার সঙ্গে অন্য কারও সম্পর্ক ছিল। আর ‘ ২০০৪ সালে যখন আমাদের একসঙ্গে দেখা যায়, তখন প্রত্যেকে ভেবেছিলেন যে, ‘লগান’ ছবির সময় থেকেই আমাদের সম্পর্ক। যার ফলে প্রথম বিচ্ছেদ। অথচ এটা একেবারেই ঠিক নয়।”
আরও পড়ুন: এই মঞ্চেই স্বীকৃতি পেয়েছিল গতবছর, আবারও অস্কারে ‘আর আর আর’-এর দৃশ্য! আবেগপ্রবণ দেশবাসী
কিরণ আরও বলেন, “যখন আপনি কাউকে বিয়ে করেন, তিনি যদি অন্য সম্পর্কে থাকেন, তাহলে আপনার উপর একটা বোঝা থাকে। যা আপনার সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। আমি কাপলস কাউন্সেলিংয়ের উপর সব সময় জোর দিই। আমরা দু’জনেই সেই কাউন্সেলিং করিয়েছি। আসলে এটা একটা নিরপেক্ষ জায়গা হয়ে ওঠে, যেখানে নিজের নিজের চাহিদার বিষয়ে কথা বলা যায়। আমির এবং আমায় এই বিষয়টা খুবই সাহায্য করেছে।”
প্রসঙ্গত, ২০০৫ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আমির এবং কিরণ। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে বর্তমানে দুজনের সম্পর্কে কোনও রকম তিক্ততা নেই। তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে আজও একসঙ্গেই দেখা যায়। সম্প্রতি ‘লাপতা লেডিজ’ ছবির জন্য চর্চার শিরোনামে রয়েছেন কিরণ। তিনি এই ছবিটির সহ-প্রযোজক।