TRENDING:

Anant-Radhika Wedding: বৃষ্টিভেজা মুম্বইয়ের রাস্তায় রিকশা চড়ে চলছেন কিম কারদাশিয়ান! দেখুন ভিডিও

Last Updated:

এবার এলেন কিম কারদাশিয়ান! সঙ্গে তাঁর বোন ক্লোই কার্দাশিয়ানও। দেশে পা রাখা মাত্রই ধুমধাম করে স্বাগত জানানো হয়েছিল তাঁদের। মুম্বইয়ের তাজ হোটেলে গাঁদাফুল দিয়ে স্বাগত জানানো হয় কিম ও তাঁর বোনকে। কপালে এঁকে দেওয়া হয় মঙ্গলতিলক। এমন অভ্যর্থনা পেয়ে কিমও খুব খুশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিয়েবাড়ির মজা তো আছেই। তাছাড়াও ভারতে এসে শহর ঘুরে দেখার লোভ কি সামলানো যায়? মুম্বইয়ের বৃষ্টি ভেজা রাস্তায় অটো রিকশা চড়ে ঘুরছেন কিম কারদাশিয়ান আর তাঁর বোন ক্লোই। শিশুর মতো উচ্ছ্বাস ধরা পড়েছে হলিউড তারকার চোখেমুখে। সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।
ম্বইয়ের বৃষ্টি ভেজা রাস্তায় অটো রিকশা চড়ে ঘুরছেন কিম কারদাশিয়ান
ম্বইয়ের বৃষ্টি ভেজা রাস্তায় অটো রিকশা চড়ে ঘুরছেন কিম কারদাশিয়ান
advertisement

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের বিয়ের জৌলুস আগে থেকেই নজর কেড়েছে। চমকে দিচ্ছে নিমন্ত্রিত অতিথিদের তালিকাও। বিশ্বের তাবড় তারকারাও বিয়ে উপলক্ষে পা রেখেছেন মুম্বইয়ে। বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে কিম কারদাশিয়ান আর তাঁর বোন ক্লোইকে দেখে প্যাপারাৎজি আপ্লুত হয়ে পড়েন। কিমের গাড়ি ঘিরে ছবি তুলতে থাকেন আলোকচিত্রীরা।

গ্ল্যামারাস অথচ ছিমছাম স্বচ্ছন্দ পোশাকে টারমিনালে গাড়ি থেকে নামেন কিম। অমনি তাঁর সঙ্গে ছবি তুলে চলেন সকলে। সুন্দর করে হেসে কিম হাত নাড়েন প্যাপারাৎজির উদ্দেশে। আলোকচিত্রীদের পক্ষ থেকেও তাঁকে চিৎকার করে বলা হয়, “মুম্বইয়ে আপনাকে স্বাগত!”

advertisement

আরও পড়ুন- কিমকে দেখে হুড়োহুড়ি মুম্বই বিমানবন্দরে, কী করলেন হলিউড তারকা?

দেখতে দেখতে ১২ জুলাই এসে পড়ল। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের দিন অবশেষে হাজির। গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে উৎসব চলছে। আম্বানিদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা। বলিউডের সঙ্গীত এবং গানের জগতের নক্ষত্ররা তো আছেনই, অনন্ত-রাধিকার বিয়ের উৎসবে মুম্বইয়ে এসে গান গেয়ে গিয়েছেন বিশ্ব বিখ্যাত পপতারকা জাস্টিন বিবারও।

advertisement

এখানেই শেষ নয়, এবার এলেন কিম কারদাশিয়ান! সঙ্গে তাঁর বোন ক্লোই কার্দাশিয়ানও। দেশে পা রাখা মাত্রই ধুমধাম করে স্বাগত জানানো হয়েছিল তাঁদের। মুম্বইয়ের তাজ হোটেলে গাঁদাফুল দিয়ে স্বাগত জানানো হয় কিম ও তাঁর বোনকে। কপালে এঁকে দেওয়া হয় মঙ্গলতিলক। এমন অভ্যর্থনা পেয়ে কিমও খুব খুশি। বর্ষায় মুম্বই দেখার অভিজ্ঞতাও তাঁর এই প্রথম। নিজেও কিম ইনস্টাগ্রামে নিজস্বী শেয়ার করেছেন প্রথম ভারত সফরের। তার পরই ভাইরাল তাঁদের অটো-রিকশা চড়ার ভিডিও।

advertisement

অনন্ত-রাধিকার বিয়েতে নিমন্ত্রিত সকলেই এসে পৌঁছলেন। শুধু আসতে পারলেন না অক্ষয় কুমার। করোনা আক্রান্ত হয়েছেন তিনি। তাই প্রাকবিবাহে উপস্থিত থাকলেও বিয়ের দিন আর থাকতে পারলেন না। কয়েক সপ্তাহ আগে,অনন্ত আম্বানিকে অক্ষয়ের বাড়িতে ব্যক্তিগতভাবে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে দেখা গিয়েছিল। মার্চ মাসে অনুষ্ঠিত প্রাক-বিবাহের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অক্ষয়। এবার বিয়ের দিন তারকাদের ভিড়ে তাঁকে চোখে হারাবেন সকলেই। অন্যান্য বলিউড তারকাদের মধ্যে উপস্থিত থাকছেন শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, সলমন খান, আমির খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হবে ১২ জুলাই। বর কনের পোশাকের ধরন ভারতেরই সাবেকি ঐতিহ্য অনুযায়ী। ১৩ জুলাই শুভ আশীর্বাদ। এদিনের পোশাক হবে ফরমাল ইন্ডিয়ান। এর পর ১৪ জুলাই, মঙ্গল উৎসব বা বউভাত। এদিনের পোশাক জাঁকজমকপূর্ণ। বিয়ের সব ক’টি অনুষ্ঠানই আয়োজিত হবে জিও ওয়ার্ল্ড সেন্টার বা বিকেসিতে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant-Radhika Wedding: বৃষ্টিভেজা মুম্বইয়ের রাস্তায় রিকশা চড়ে চলছেন কিম কারদাশিয়ান! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল